Congress

বালুকে সরানোর দাবি, অবরোধ কংগ্রেসের

মিছিলে শামিল হয়েছিলেন জেলা কংগ্রেস সভাপতি অমিত মজুমদার, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়, সালাউদ্দিন ঘরামি, পাপাই ঘোষ-সহ অন্যান্য নেতৃত্ব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ ০৬:২৯
Share:

জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবিতে কংগ্রেসের বিক্ষোভ ও অবরোধ। যশোর রোডে। —নিজস্ব চিত্র।

রেশন দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেফতার হওয়া তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় (বালু) মল্লিককে অবিলম্বে রাজ্য মন্ত্রিসভা থেকে অপসারণের দাবিতে ফের পথে নামল কংগ্রেস। উত্তর ২৪ পরগনা জেলা (গ্রামীণ) কংগ্রেসের ডাকে শনিবার জ্যোতিপ্রিয়ের বিধানসভা এলাকার হাবড়া জয়গাছি মোড় থেকে শুরু হয়ে প্রতিবাদ মিছিল হল হাবড়া-১ নম্বর গেট পর্যন্ত। প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রীকে বরখাস্ত করার দাবিতে যশোর রোডে কিছু ক্ষণ প্রতীকী অবরোধও করেন কংগ্রেস কর্মী-সমর্থকেরা। মিছিলে শামিল হয়েছিলেন জেলা কংগ্রেস সভাপতি অমিত মজুমদার, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়, সালাউদ্দিন ঘরামি, পাপাই ঘোষ-সহ অন্যান্য নেতৃত্ব। পরে প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য বলেন, ‘‘রেশন দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রী সব জানেন, এটা তো জ্যোতিপ্রিয় মল্লিকই বলেছেন। সুতরাং, মুখ্যমন্ত্রীর উচিত সব সত্যি সামনে আনা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement