Congress

ঝালদা-কাণ্ডে পথে কংগ্রেস, ধস্তাধস্তি

ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদের অভিযোগ, পুলিশের মারে আহত তাঁদের দুই সমর্থককে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২২ ২২:২৫
Share:

ছাত্র পরিষদের বিক্ষভ ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি নিজস্ব চিত্র।

ঝালদা পুরসভার সদ্যজয়ী দলীয় কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনার প্রতিবাদে শহরেও পথে নামল কংগ্রেস। পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি বাধল। ঝালদার ঘটনার প্রতিবাদে সোমবার বিধান ভবন থেকে মিছিল করে এসে মৌলালি মোড় অবরোধ করে ছাত্র পরিষদ। মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর কুশপুতুল পোড়ানো হয়। পুলিশ অবরোধ তুলতে গেলে ছাত্র পরিষদের কর্মী-সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। বিক্ষোভকারীদের গ্রেফতার করে লালবাজারে নিয়ে যায় পুলিশ। ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদের অভিযোগ, পুলিশের মারে আহত তাঁদের দুই সমর্থককে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নানের অভিযোগ, নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে ‘স্বৈরাচারী’ তৃণমূল সরকারের আমলে। যাঁরা অত্যাচারের মোকাবিলা করে জিতেছেন, তাঁরাও ‘বর্বরতা’ থেকে রেহাই পাচ্ছেন না। একই অভিযোগে এ দিন দক্ষিণ ২৪ পরগনা জেলা কংগ্রেসের ডাকে গড়িয়া মোড়ে সন্ধ্যায় অবরোধ হয় জয়ন্ত দাস, আশুতোষ চট্টোপাধ্যায়দের নেতৃত্বে। তারাতলায় মোমবাতি মিছিল করেন কংগ্রেস কর্মী-সমর্থকেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement