Congress

বিজেপির বিরুদ্ধে জোড়া বিক্ষোভ

একই দিনে হাজরা মোড়ে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের ডাকে বিক্ষোভ ছিল নির্বাচনী বন্ডের মাধ্যমে বিজেপি কত টাকা পেয়েছে, সেই তালিকা প্রকাশের দাবিতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৪ ০৭:৩২
Share:

ছাত্র পরিষদের প্রতিবাদ। কলেজ স্ট্রিটে। — নিজস্ব চিত্র।

দু’টি আলাদা বিষয়ে বিজেপির বিরুদ্ধে শহরে জোড়া প্রতিবাদে নামল কংগ্রেস। কর্তব্যরত এক জন আইপিএস অফিসারকে ‘খলিস্তানি’, রাহুল গান্ধীর উদ্দেশে ‘অসাংবিধানিক মন্তব্য’-সহ নানা ঘটনায় বিজেপি নেতাদের ‘বিদ্বেষের মনোভাব’ প্রকাশ পাচ্ছে বলে অভিযোগ করে বুধবার কলেজ স্ট্রিটে মিছিল করল ছাত্র পরিষদ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি নেতাদের ‘মানসিকতার সুস্থতা’ কামনা করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পর্যন্ত গোলাপ ফুল হাতে মিছিলের নেতৃত্বে ছিলেন কলকাতা জেলা ছাত্র পরিষদের সভাপতি দেবজ্যোতি দাস, উত্তর ২৪ পরগনা জেলা ছাত্র পরিষদের সভাপতি পাপাই ঘোষ-সহ সংগঠনের অন্য নেতারা।

Advertisement

দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের বিক্ষোভ। হাজরায়। —নিজস্ব চিত্র।

একই দিনে হাজরা মোড়ে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের ডাকে বিক্ষোভ ছিল নির্বাচনী বন্ডের মাধ্যমে বিজেপি কত টাকা পেয়েছে, সেই তালিকা প্রকাশের দাবিতে। প্রদেশ কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়, দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ, ইন্দ্ররাজ চট্টোপাধ্যায়, জ়াহিদ হোসেন, স্বপন রায় চৌধুরীদের বক্তব্য, গত ১০ বছরে কাদের ১০ লক্ষ কোটি টাকা ঋণ মকুব করা হয়েছে, তাঁদের নামও গোপন করেছে মোদী সরকার। কংগ্রেস নেতাদের অভিযোগ, তাঁদের টাকাও নির্বাচনী বন্ডের মাধ্যমে বিজেপির তহবিলে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement