Congress

Congress: জিগনেশ-কাণ্ডে কংগ্রেসের বিক্ষোভ

কিছু ক্ষণ বিক্ষোভ চলতে দেওয়ার পরে ৫০ জনের বেশি কংগ্রেস নেতা-কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২২ ০৫:৩১
Share:

রাজ ভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ। ফাইল চিত্র।

গুজরাতের বিধায়ক জিগনেশ মেভানিকে অসম পুলিশ অন্যায় ভাবে গ্রেফতার করেছে, এই অভিযোগে মঙ্গলবার কলকাতায় রাজভবনের সামনে বিক্ষোভ দেখাল কংগ্রেস। তাদের অভিযোগ, মোদী জমানায় যে প্রতিহিংসার রাজনীতি চলছে, জিগনেশের গ্রেফতারে তা ফের স্পষ্ট। বিজেপি জমানায় দেশের সংবিধানই আক্রান্ত। রাজভবনের সামনে বিক্ষোভে ছিলেন প্রদেশ কংগ্রেসের আশুতোষ চট্টোপাধ্যায়, মধ্য কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি সুমন পাল, উত্তর কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি রানা রায়চৌধুরী, ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ প্রমুখ। কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কুশপুতুল পোড়ান কংগ্রেস কর্মী-সমর্থকেরা। কিছু ক্ষণ বিক্ষোভ চলতে দেওয়ার পরে ৫০ জনের বেশি কংগ্রেস নেতা-কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement