Congress

Congress: বিদ্যুৎ-কাণ্ড নিয়ে বিক্ষোভ কংগ্রেসের

একই রকমের ঘটনা ঘটেছে জেলাতেও। প্রদেশ কংগ্রেসের ডাকে শুক্রবার তারাতলায় সিইএসসি দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২২ ০৫:৫৮
Share:

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় কংগ্রেসের প্রতিবাদ।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যুর ঘটনার প্রতিবাদে এ বার পথে নামল কংগ্রেস। সেই সঙ্গেই প্রতিবাদ জানানো হল কলকাতায় বিদ্যুতের বাড়তি মাসুলের বিরুদ্ধে। সম্প্রতি কলকাতা শহরেই হরিদেবপুর, নারকেলডাঙা ও ট্যাংরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানির ঘটনা ঘটেছে। একই রকমের ঘটনা ঘটেছে জেলাতেও। প্রদেশ কংগ্রেসের ডাকে শুক্রবার তারাতলায় সিইএসসি দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি ছিল। সেখানে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার গাফিলতি এবং রাজ্য সরকারের রক্ষণাবেক্ষণ ও নজরদারিতে গাফিলতির বিরুদ্ধে সরব হন প্রাক্তন বিধায়ক অসিত মিত্র, প্রদেশ কংগ্রেসের কমিউনিকেশন বিভাগের প্রধান সৌম্য আইচ রায়, মহিলা কংগ্রেস নেত্রী সুব্রতা দত্ত, তপন আগরওয়াল, মহম্মদ মোক্তারেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement