Cyclone Amphan

সহযোগিতার ডাক

দক্ষিণ ২৪ পরগনায় দু’টি, উত্তর ২৪ পরগনায় একটি এবং দুই মেদিনীপুরের জন্য একটি সমন্বয় কমিটি গড়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০২০ ০৩:২৭
Share:

ফাইল চিত্র।

ঘূর্ণিঝড় ‘আম্পান’-এ বিধ্বস্ত এলাকায় ত্রাণ ও পুনর্গঠনের কাজে রাজ্য সরকার যে ভাবে চাইবে, সে ভাবেই তারা সব রকম সহযোগিতার জন্য তৈরি বলে জানাল প্রদেশ কংগ্রেস। দলের নেতা-কর্মীদেরও সেই মর্মে বার্তা দেওয়া হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে ওই সহযোগিতার কথা জানানোর পাশাপাশিই প্রদেশ স্তরে চারটি কমিটি গড়ে দিয়েছেন ত্রাণের কাজে সমন্বয়ের জন্য। দক্ষিণ ২৪ পরগনায় দু’টি, উত্তর ২৪ পরগনায় একটি এবং দুই মেদিনীপুরের জন্য একটি সমন্বয় কমিটি গড়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement