Congress

তৃণমূলের সঙ্গে জোট করলে তা আত্মঘাতী সিদ্ধান্ত হবে, প্রদেশ কংগ্রেস জানিয়ে দিল এআইসিসির পর্যবেক্ষককে

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী নিজে তৃণমূলের সঙ্গে জোটের বিপক্ষে। কংগ্রেসের রাজ্য ও জেলা স্তরের নেতারা স্বাভাবিক ভাবেই তাঁর উপস্থিতিতে তৃণমূলের সঙ্গে জোটের বিরোধিতা করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৪ ২১:১৩
Share:

শনিবার বিধান ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবং কংগ্রেসের পর্যবেক্ষক জিএ মির। —নিজস্ব চিত্র।

রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছেন কংগ্রেসের পর্যবেক্ষক জিএ মির। শনিবার এ বিষয়ে কলকাতার বিধান ভবনে বৈঠকে বসেছিলেন তিনি। দলীয় সূত্রে জানা গিয়েছে, সেখানেই প্রদেশ ও জেলা কংগ্রেসের নেতারা তাঁকে জানিয়েছেন, তৃণমূলের সঙ্গে কোনও ভাবেই জোট চাইছেন না তাঁরা। বরং তাঁরা চাইছেন, জোট হলে বাংলায় বামফ্রন্টের সঙ্গে হোক। নতুবা একক ভাবেই পথ চলার সিদ্ধান্ত নিক এআইসিসি। বৈঠকে উপস্থিত এক নেতার কথায়, ‘‘আমরা আমাদের কথা জানিয়েছি। বেশির ভাগ নেতাই বলেছেন, এ রাজ্যে তৃণমূলের সঙ্গে জোট করার অর্থ আত্মহত্যা করা।’’

Advertisement

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী নিজে তৃণমূলের সঙ্গে জোটের বিরুদ্ধে। স্বাভাবিক ভাবে কংগ্রেসের রাজ্য ও জেলা স্তরের নেতারা তাঁর উপস্থিতিতেই তৃণমূলের সঙ্গে জোটের বিরোধিতা করেছেন। বৈঠকে হাজির এক প্রাক্তন বিধায়কের কথায়, ‘‘পর্যবেক্ষক আমাদের সকলের কথা শুনেছেন। তিনি রাহুল গান্ধীর যাত্রা নিয়ে আমাদের নানা পরামর্শ দিলেও, জোট নিয়ে একটি কথাও বলেননি। তবে আশ্বাস দিয়েছেন, পরের বার এসে জোট নিয়ে দলের অবস্থান জানাবেন।’’

প্রসঙ্গত, শনিবার সকালে বিজেপি-বিরোধী জোট ‘ইন্ডিয়া’র ভার্চুয়াল বৈঠক হলেও তাতে যোগ দেননি তৃণমূলের কোনও নেতা। সেই প্রসঙ্গে তাঁর বক্তব্য জানতে চাওয়া হলে প্রকাশ্যেই ক্ষোভ দেখিয়ে কোনও মন্তব্য করতে চাননি অধীর।

Advertisement

বৈঠক শেষ করেই দিল্লির উদ্দেশে রওনা দেন পর্যবেক্ষক মির। বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য পরে বলেন, ‘‘জোট নিয়ে আমরা আমাদের কথা বলেছি। পর্যবেক্ষক আগামী কয়েক দিনের মধ্যেই আবারও কলকাতায় আসবেন। তখন তিনি এআইসিসির বক্তব্য আমাদের জানাতে পারবেন। তিনি এই বৈঠকে আমাদের মতামত শুনেছেন।’’ বিধান ভবন সূত্রে জানা গিয়েছে, আগামী ২০ থেকে ২২ জানুয়ারির মধ্যে পর্যবেক্ষক মির আবার কলকাতায় আসতে পারেন। সেই সময় জোট নিয়ে দলীয় অবস্থানের কথা তিনি নেতৃত্বকে জানাতে পারেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement