জবানবন্দি দিয়ে আদালত থেকে বেরোনোর পথে ঝাড়খণ্ডের বিধায়ক কুমার জয়মঙ্গল ওরফে অনুপ সিংহ। নিজস্ব চিত্র।
ঝাড়খণ্ডের তিন বিধায়কের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনায় আদালতে জবানবন্দি দিলেন কংগ্রেসের আর এক বিধায়ক কুমার জয়মঙ্গল ওরফে অনুপ সিংহ। বিধাননগরের এমএলএ-এমপি কোর্টে শুক্রবার হাজির হয়ে তাঁর বক্তব্য নথিভুক্ত করেছেন বিধায়ক। রাঁচির আরগোড়া থানায় গত জুলাইয়ে প্রথমে অভিযোগ করেছিলেন তিনি, পরে এফআইআর হয়। কলকাতায় ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে সিআইডি টাকা উদ্ধার করার পরে সেই এফআইআরের সূত্রে আদালতে তাঁর ডাক পড়েছিল। জয়মঙ্গলের অভিযোগ, ঝাড়খণ্ডে হেমন্ত সরেনের নেতৃত্বাধীন জোট সরকার ফেলার জন্য বিজেপি নানা পরিকল্পনা করছিল, কংগ্রেসের বিধায়কদের টোপ দিচ্ছিল। ওই তিন বিধায়ককে নিয়ে ঘটনা সেই পরিকল্পারই অঙ্গ বলে তাঁর অভিযোগ।