CV Ananda Bose

তদন্তে কমিশন চেয়ে রাজ্যপালের কাছে

রাজভবনে বৃহস্পতিবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে গিয়েছিল যুব কংগ্রেসের একটি প্রতিনিধিদল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৩ ০৮:৩৪
Share:

রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কাছে প্রদেশ কংগ্রেস ও যুব কংগ্রেস নেতারা। রাজভবনে। নিজস্ব চিত্র।

হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া-সহ রাজ্যে সাম্প্রতিক অশান্তির ঘটনায় বিচার বিভাগীয় কমিশন গড়ার দাবি জানাতে রাজভবনের দ্বারস্থ হল কংগ্রেস। অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নেতৃত্বে কমিশন, অপরাধীদের জামিন অযোগ্য ধারায় গ্রেফতার ও দ্রুত বিচার এবং ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি ক্ষতিপূরণের দাবি তুলেছে তারা। রাজভবনে বৃহস্পতিবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে গিয়েছিল যুব কংগ্রেসের একটি প্রতিনিধিদল। প্রদেশ যুব কংগ্রেস সভাপতি আজ়হার মল্লিকের নেতৃত্বে ওই প্রতিনিধিদলের সঙ্গেই ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা ও কাউন্সিলর সন্তোষ পাঠক, প্রাক্তন বিধায়ক আলি ইমরান রাম্‌জ (ভিক্টর), আইনজীবী সুমিত্রা নিয়োগী প্রমুখ। বোসের সঙ্গে সাক্ষাতের পরে আজ়হারের দাবি, ‘‘রাজ্যপাল বলেছেন, বিষয়টা তিনি নিজে দেখছেন। কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে তিনি যোগাযোগ রাখছেন। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement