অধীর রঞ্জন চৌধুরী।—ছবি পিটিআই।
বাংলা থেকে কংগ্রেসের এই প্রথম কোনও সাংসদ লোকসভায় প্রধান বিরোধী দলের নেতা হয়েছেন। বিধানসভায় তাই অধীর রঞ্জন চৌধুরীকে এনে সংবর্ধনা দেবে কংগ্রেস পরিষদীয় দল। অনুষ্ঠানে আমন্ত্রণ করা হচ্ছে বাম পরিষদীয় নেতৃত্বকেও। বিধানসভার কাউন্সিল চেম্বারে যাতে ওই অনুষ্ঠান করা যায়, তার জন্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা সেরে নিয়েছেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। তৃণমূল বা অন্য কোনও দলকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে কি না, তা অবশ্য এখনও ঠিক হয়নি।
লোকসভা ভোটে এ বার বাম ও কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা হয়নি। তবে তার মধ্যেও বহরমপুর ও মালদহ দক্ষিণ আসনে কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দেয়নি সিপিএম। সেই দুই আসনেই কংগ্রেস জয়ী হয়েছে। বহরমপুরের সাংসদ অধীরবাবুর সংবর্ধনা অনুষ্ঠানে শরিক থাকতে সিপিএম নেতৃত্বের বিশেষ অসুবিধা নেই। কিন্তু বামফ্রন্টের সিদ্ধান্তের বাইরে গিয়ে বহরমপুর লোকসভা কেন্দ্রে একক ভাবে প্রার্থী দিয়েছিল আরএসপি। এখন এমন অনুষ্ঠান ঘিরে যাতে কোনও ভুল বোঝাবুঝি তৈরি না হয়, তার জন্য আরএসপি-র রাজ্য সম্পাদক তথা বিধায়ক বিশ্বনাথ চৌধুরীর সঙ্গে কথা বলবেন মান্নান।
মান্নান বৃহস্পতিবার বলেন, ‘‘বাংলা থেকে কংগ্রেসের কোনও সাংসদ এই প্রথম লোকসভায় বিরোধী আসনে এই সম্মান পেয়েছেন। অধীরের যাত্রা শুরু হয়েছিল এই বিধানসভায় নবগ্রামের বিধায়ক হিসেবে। বিধানসভায় তাই ওঁকে আমরা সংবর্ধিত করতে চাই। দিল্লির ব্যস্ততা থেকে যে দিন অধীরের সময় হবে, সেইমতোই আমরা বিধায়কদের নিয়ে অনুষ্ঠান আয়োজন করব।’’ বিধানসভার অধিবেশন চলাকালীনই এই অনুষ্ঠান করার চেষ্টা হচ্ছে। অনুষ্ঠানে কি প্রদেশ কংগ্রেস সভাপতিকে আমন্ত্রণ করা হবে? বিরোধী দলনেতা বলেন, এ সব বিষয়ে পরে আলোচনা হবে।