Congress

ভোটের প্রস্তুতি, বৈঠকে বসছে বাম-কংগ্রেস

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র দিনকয়েক আগে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকে ফোন করে ঘর গুছোনোর আলোচনা শুরু করার প্রস্তাব দিয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ জুন ২০২০ ০৬:৫১
Share:

প্রতীকী ছবি।

বিধানসভা নির্বাচনের প্রস্তুতি মাথায় রেখে আলোচনার প্রক্রিয়া শুরু করে দিচ্ছে বামফ্রন্ট ও প্রদেশ কংগ্রেস। দু’পক্ষের শীর্ষ নেতৃত্ব প্রাথমিক আলোচনার টেবিলে মুখোমুখি হতে চলেছেন আগামী ২৪ জুন।

Advertisement

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র দিনকয়েক আগে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকে ফোন করে ঘর গুছোনোর আলোচনা শুরু করার প্রস্তাব দিয়েছিলেন। সে দিনই ছিল সিপিএমের রাজ্য কমিটির বৈঠক। এর পরে বৃহস্পতিবার বামফ্রন্টের বৈঠকেও কথা হয়েছে, কে কোথায় কত আসনে লড়তে পারে, তার প্রাথমিক রূপরেখা আগে থেকে ঠিক করে রাখাই ভাল। সে ক্ষেত্রে আসন ভাগাভাগি নিয়ে জট কাটানোর পর্যাপ্ত সময় পাওয়া যাবে। আবার এলাকা ধরে ভোটের সাংগঠনিক প্রস্তুতিতেও নেমে পড়া যাবে। বামফ্রন্টের বৈঠকের এই সিদ্ধান্তের কথা এ দিনই সোমেনবাবুকে জানিয়ে দিয়েছেন বিমানবাবু। করোনা ও ‘আমপান’ পরবর্তী পরিস্থিতিতে যৌথ আন্দোলনের কর্মসূচিও দু’পক্ষের আলোচনায় আসবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement