বৈষ্ণবনগরে যাচ্ছে বাম-কংগ্রেস দল

ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের মতো রাজ্যের গণপ্রহারের ‘রোগ’ বাংলায় ছড়িয়ে পড়া বন্ধ করতে কড়া প্রশাসনিক দাওয়াইয়ের দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৯ ০৩:২৪
Share:

ছবি: সংগৃহীত।

মালদহের বৈষ্ণবনগরে গণপিটুনিতে মৃত সানাউল শেখের বাড়িতে বিধায়কদের যৌথ প্রতিনিধিদল পাঠাচ্ছে কংগ্রেস ও বামেরা। বাইক চুরির অভিযোগে ওই যুবককে গণপিটুনি দেওয়া এবং পুলিশি ‘নিষ্ক্রিয়তা’র কথা বিধানসভায় তুলে ইতিমধ্যেই মৃতের স্ত্রীর জন্য চাকরি ও ক্ষতিপূরণের দাবি করেছেন মালদহ জেলা কংগ্রেস সভাপতি তথা বিধায়ক মুস্তাক আলম। ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের মতো রাজ্যের গণপ্রহারের ‘রোগ’ বাংলায় ছড়িয়ে পড়া বন্ধ করতে কড়া প্রশাসনিক দাওয়াইয়ের দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রও। এর পরে ঠিক হয়েছে, বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর নেতৃত্বে দু’দলের বিধায়কেরা ৬ জুলাই, শনিবার বৈষ্ণবনগরে যাবেন। কংগ্রেসের নেপাল মাহাতো, সুখবিলাস বর্মা, কাজী আব্দুর রহিম (দিলু), বামেদের রফিকুল ইসলাম মণ্ডল, রফিকুল ইসলাম, শ্যামলী প্রধান, আলি ইমরান রাম্জ (ভিক্টর) থাকবেন প্রতিনিধিদলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement