লালবাজারে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের বিক্ষোভ। নিজস্ব চিত্র।
পুজো চলে গেলেও কাটছে না অসুর-কাণ্ডের রেশ। যারা মোহনদাস কর্মচন্দ গান্ধীর আদলে অসুর সাজিয়েছিল, মানুষই তাদের শাস্তি দেবেন বলে বৃহস্পতিবার মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রুবি পার্কের ওই পুজোর উদ্যোক্তা অখিল ভারতীয় হিন্দু মহাসভার কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে শুক্রবার লালবাজারে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার হয়ে গেলেন কংগ্রেসের নেতা-কর্মীরা। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদের প্রশ্ন, এমন ‘কুৎসিত’ ঘটনায় জনগণের উপরে কেন সব দায়িত্ব চাপিয়ে দেওয়া হবে? পুলিশ-প্রশাসন কেন অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না? সরকারের এমন অবস্থান অপরাধীদেরই উৎসাহিত করবে বলে তাঁদের অভিযোগ। জেলা সভাপতি প্রদীপ, আকিব গুলজ়ার, শাজাহান দেওয়ান, মহিলা কংগ্রেসের শামিমা খান-সহ ২৩ জনকে গ্রেফতার করে পুলিশ। সন্ধ্যায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।