Saidur Rahman

জামিনদার অধীর, মুক্ত নেতা

সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রাক্কালে এক বিবাহিত মহিলা পুলিশের কাছে অভিযোগ জানান, সইদুর তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ০৫:৪৭
Share:

মুর্শিদাবাদের সাগরদিঘির কংগ্রেস নেতা সইদুর রহমান। ছবি: সংগৃহীত।

আর্থিক বন্ড তো আছেই, জামিনদারের নামও নির্দিষ্ট করে দিল কলকাতা হাই কোর্ট। এ-হেন শর্তে মুর্শিদাবাদের সাগরদিঘির কংগ্রেস নেতা সইদুর রহমানকে বুধবার জামিনে মুক্তি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। তিনি জানান, বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে ব্যক্তিগত ভাবে জামিনদার হতে হবে। এ ছাড়াও ব্যক্তিগত ৫০ হাজার টাকার বন্ড দিতে হবে সইদুরকে। সপ্তাহে তিন দিন তিন ঘণ্টা করে সইদুরকে জেরা করতে পারবেন তদন্তকারী অফিসার। সইদুরকে তদন্তে সাহায্য করতে হবে।

Advertisement

সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রাক্কালে এক বিবাহিত মহিলা পুলিশের কাছে অভিযোগ জানান, সইদুর তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন। তার ভিত্তিতে সইদুরকে গ্রেফতার করে পুলিশ। স্বামীর জামিনের জন্য হাই কোর্টের দ্বারস্থ হন সইদুরের স্ত্রী। সেই মামলায় সোমবার কেস ডায়েরি তলব করেছিলেন বিচারপতি মান্থা। সইদুরের আইনজীবী কৌস্তভ বাগচীর গোড়া থেকে দাবি, রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে ভোটের আগে মিথ্যা অভিযোগ করে সইদুরকে হাজতবাস করানো হয়েছে। তাঁর বক্তব্য কোর্ট নথিবদ্ধ করেছিল।

সোমবার মামলার শুনানিতে সরকার পক্ষের আইনজীবী ছিলেন না। বুধবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় ওই কংগ্রেস নেতার মামলায় সওয়াল করতে কোর্টে উপস্থিত হন। জামিনের বিরোধিতা করেন অভিযোগকারিণীর আইনজীবী ফিরোজ এডুলজি। তাঁর বক্তব্য, আইন অনুযায়ী সইদুরের স্ত্রী স্বামীর জামিন চেয়ে মামলা করতে পারেন না। সব পক্ষের বক্তব্য শুনে কোর্টের পর্যবেক্ষণ, ধর্ষণ কিংবা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস হয়েছিল কি না, তা নিম্ন আদালতের বিচার্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement