Adhir Ranjan Chowdhury

পুর প্রশাসকদের পদ খারিজের জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি অধীর চৌধুরীর

কোভিড টিকাকরণ নিয়েও কেন্দ্র এবং রাজ্য সরকার রাজনীতি করছে বলে অভিযোগ করেন অধীর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২১ ২০:২১
Share:

সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী। নিজস্ব চিত্র।

পশ্চিমবঙ্গের বিভিন্ন পুরসভার মেয়াদ শেষের পরে প্রশাসক পদে নিযুক্ত রাজনৈতিক ব্যক্তিত্বদের পদ খারিজের জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বুধবার বহরমপুরে জেলা কংগ্রেস সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘চেয়ারম্যানের মেয়াদ শেষের পরে প্রশাসক পদে রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়োগ করে বিধানসভা ভোটের ফল প্রভাবিত করার চেষ্টা হচ্ছে।’’
বিধানসভা ভোটের আগে সংবাদমাধ্যমে জনমত সমীক্ষা নিয়েও বুধবার সরব হন লোকসভায় কংগ্রেসের দলনেতা। তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগেই ভোট হয়ে গিয়েছে। ভোটের আগেই ফলাফল ঘোষণা এমনকি, মন্ত্রিত্ব, মুখ্যমন্ত্রিত্ব বণ্টন হয়ে গিয়েছে। মনে হচ্ছে ভোট করার আর প্রয়োজনই নেই। গত বছর আমরা ৭৬টি আসন পেলেও এখন কংগ্রেস ও বামফ্রন্টকে ৩০ দেখাচ্ছে কিছু সংস্থা। এই সব করলে ভোটারদের মধ্যে একটি প্রভাব পড়ে। সংবাদমাধ্যম এই ভাবে ভোটের আগে ফল ঘোষণা করে দিলে বিরোধী দল ও ভোটারদের মানসিকতা ভেঙে যায়। কংগ্রেসের পক্ষ থেকে এর প্রতিবাদ জানাচ্ছি।’’
কেন্দ্রীয় সরকার দেশ জুড়ে অনুকরণযোগ্য ব্যক্তিত্বদের নাম সামনে এনে কৌশলে বিজেপি-র মতাদর্শ প্রচারের কাজ করছে। তাঁর কথায়, ‘‘দেশ জুড়ে বিজেপি দলের কোন মতাদর্শ নেই। তাই রবীন্দ্রনাথ থেকে নেতাজি সকলকে বিজেপি টানছে এবং রাজনীতি করছে।’’
কোভিড টিকাকরণ নিয়েও রাজনীতি চলছে বলে অভিযোগ করেন অধীর। বলেন, ‘‘রাজনীতির উপকরণ হয়ে গিয়েছে। যেভাবে করোনা ভ্যাকসিন প্রচার চলছে তা ঠিক নয়। নিজের মতো করে কৃতিত্ব দাবি করে রাজনীতি করল বিজেপি সরকার। পশ্চিমবঙ্গে ভ্যাকসিন স্বাস্থ্য দফতরের কর্মীদের বদলে নিচ্ছেন নেতারা। ফলে কোভিড ভ্যাকসিন নিতে ভয় পাচ্ছেন স্বাস্থ্য দফতর কর্মীরা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement