ত্রাণ নিয়ে যুব কংগ্রেসের দল। —নিজস্ব চিত্র।
ঘূর্ণিঝড় ইয়াস-এর দাপটে ঘর হারিয়েছেন অনেকে, ত্রাণ শিবিরে থাকলেও অনেকের কাছে খাবার পৌঁছচ্ছে না বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ইয়াস-দুর্গত এলাকায় ত্রাণের কাজে আসরে নামল কংগ্রেস। শুকনো খাবার, দুধ, জল, মাস্ক, স্যানিটাইজ়ার-সহ নানা প্রয়োজনীয় সামগ্রী নিয়ে রবিবার দক্ষিণ ২৪ পরগনার কুলপি এলাকার বেলপুকুর গ্রাম পঞ্চায়েতে দুর্গত মানুষের কাছে গিয়েছিল যুব কংগ্রেসের একটি দল। নেতৃত্বে ছিলেন প্রদেশ যুব কংগ্রস সভাপতি শাদাব খান। একই ভাবে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি দল গিয়েছিল পূর্ব মেদিনীপুরের কিছু ইয়াস-দুর্গত এলাকায়। সুন্দরবন এলাকায় এ দিনই ত্রাণ পৌঁছে দিতে গিয়েছিলেন ‘রেড ভলান্টিয়ার্স’ ও সিপিএম কর্মীরা।