ফাইল চিত্র।
পুরভোটের দিন ও তার পরে দলের প্রার্থী ও কর্মীদের উপরে হামলার প্রতিবাদে রাস্তায় নামল কংগ্রেস। কলকাতায় পুরভোটের নামে যা ঘটনা ঘটেছে, তার কড়া সমালোচনা করে তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে ‘একই মুদ্রার দুই পিঠ’ বলে নিশানা করেছে কংগ্রেস হাই কম্যান্ডও। উত্তর কলকাতার ১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রবি সাহাকে ভোটের পরে বিবস্ত্র করে মারধর করা হয়েছে বলে অভিযোগ। শাসক দলের দিকেই অভিযোগের তির। ওই ঘটনার উল্লেখ করে এআইসিসি-র সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল মঙ্গলবার টুইটে মন্তব্য করেছেন, ‘‘অত্যন্ত বর্বরোচিত ও লজ্জাজনর ঘটনা। কংগ্রেসের প্রার্থীকে জমসমক্ষে নির্দয় ভাবে হেনস্থা, মারধর করেছে তৃণমূলের গুন্ডাবাহিনী। বোঝা যাচ্ছে, তৃণমূল ও বিজেপি একই মুদ্রার দুই পিঠ!’’ যা দেখে প্রদেশ কংগ্রেসের এক নেতার মন্তব্য, ‘‘এই কথাই আমরা বহু দিন ধরে বলে আসছি, বোঝানোর চেষ্টা করছি।। আমাদের সর্বভারতীয় নেতৃত্বও এখন বুঝতে পারছেন! এত দিন দিল্লি থেকে তৃণমূলের সঙ্গে বোঝাপড়া করে চলা হত।’’ প্রার্থী ও কর্মীদের উপরে আক্রমণের প্রতিবাদে জেলায় জেলায় প্রশাসনিক দফতরে বিক্ষোভের কর্মসূচি নিয়েছে কংগ্রেস। মুর্শিদাবাদে এ দিন বিক্ষোভ হয়েছে। কলকাতায় আজ, বুধবার হেদুয়ায় জমায়েত করে কলকাতা পুলিশের ডিসি (উত্তর)-এর দফতরে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। আক্রান্ত প্রার্থী রবিবাবুর বাড়িতে কাল, বৃহস্পতিবার যাওয়ার কথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর।