AITC

Mamata Banerjee: বিজেপি-র মোকাবিলায় ব্যর্থ হয়েছে কংগ্রেস, দলীয় মুখপত্রের শারদ সংখ্যায় লিখলেন মমতা

মহালয়ার দিন প্রকাশিত শারদ সংখ্যায় মুখ্যমন্ত্রীর লেখা নিবন্ধটি ২০২৪ সালের লোকসভা ভোটের আগে দেশের রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনীতির কারবারিরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২১ ১৯:৪৯
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র।

বিজেপি-র মোকাবিলায় ব্যর্থ হয়েছে কংগ্রেস। বুধবার প্রকাশিত তৃণমূলের মুখপত্রের নিবন্ধে এমনটাই লিখলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল মুখপত্রে প্রায়শই কংগ্রেসের বিজেপি বিরোধিতা নিয়ে প্রশ্ন তুলে সম্পাদকীয় কলম লেখা হয়। কিন্তু মহালয়ার দিন প্রকাশিত শারদ সংখ্যায় মুখ্যমন্ত্রীর লেখা নিবন্ধটি ২০২৪ সালের লোকসভা ভোটের আগে দেশের রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনীতির কারবারিরা। মমতা লিখেছেন, ‘সাম্প্রতিক অতীতে কংগ্রেস দিল্লির দরবারে বিজেপি-কে মোকাবিলায় ব্যর্থ হয়েছে। গত দু'টি লোকসভা নির্বাচন তার প্রমাণ। দিল্লিতে যদি লড়াই না থাকে, তা হলে মানুষের মনোবল কমে যায় এবং লোকসভা নির্বাচনেও রাজ্যগুলিতে বিজেপি কিছু বাড়তি ভোট পেয়ে যায়। সেটা এ বার কিছুতেই হতে দেওয়া যাবে না।’

Advertisement

কংগ্রেস নিয়ে মন্তব্যের পাশাপাশি জোটের নেতৃত্ব নিয়েও যে তিনি ভাবিত নন, তাও স্পষ্ট করেছেন নিজের কলমে। মমতা লিখেছেন, ‘বিকল্প জোটের নেতৃত্ব নিয়ে আমরা চিন্তিত নই। কিন্তু বাস্তবটা কংগ্রেসকেও অনুভব করতে হবে। অন্যথায় বিকল্প শক্তির গঠনে ফাঁক থেকে যাবে।’ তিনি আরও লিখেছেন, ‘নিজেদের অঙ্কে নয়, দেশের স্বার্থে সবাইকে একজোট হতে হবে। বিকল্প মঞ্চ শক্তিশালী করতে হবে। এই মঞ্চ হবে নীতির ভিত্তিতে, কর্মসূচির ভিত্তিতে। আমরা কখনওই কংগ্রেসকে বাদ দিয়ে মঞ্চের কথা ভাবছি না, বলছি না।’

বিজেপি-বিরোধী বিকল্প শক্তি যে তাঁর নেতৃত্বাধীন তৃণমূল, তা অবশ্য জানাতে ভোলেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, ‘তৃণমূল কংগ্রেসকে ঘিরে নতুন ভারত স্বপ্ন দেখছে। তৃণমূল বিজেপি বিরোধী সকলকে নিয়েই চলতে চায়। কিন্তু যে মডেলকে ঘিরে মানুষের উৎসাহ, সেই মডেলকে তো কার্যকর ভাবে মানুষের সামনে পেশ করতে হবে।’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement