জোট নিয়ে আলোচনা করতে সিপিএমের দলীয় মুখপত্রের অফিসে হাজির হলেন প্রদেশ কংগ্রেসের তিন শীর্ষ নেতা। শুক্রবার সন্ধ্যায় প্রদেশ কংগ্রেসের দুই প্রাক্তন সভাপতি সোমেন মিত্র এবং প্রদীপ ভট্টাচার্য সেখানে যান। সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা আবদুল মান্নান। সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের সঙ্গে ওই দফতরেই তিন প্রবীন নেতার বৈঠক হয়। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে বৈঠক শেষে কংগ্রেসের তরফে জানানো হয়েছে।
সিপিএম এবং কংগ্রেসের রাজ্য নেতৃত্বের মধ্যে এ দিন কোনও বৈঠক পূর্ব নির্ধারিত ছিল না। কিন্তু বামেদের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে বাম-কংগ্রেস জোট নিয়ে যে টানাপড়েন শুরু হয়েছে, তা মেটাতে এ দিন সকাল থেকে দুই শিবির যথেষ্ট তৎপর ছিল। সিপিএম এবং কংগ্রেস নেতৃত্বের মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একাধিক বার ফোনে কথোপকথন হয়। রাতে আচমকাই খবর আসে সিপিএমের দলীয় মুখপত্রের দফতরে পৌঁছে গিয়েছেন তিন কংগ্রেস নেতা। সূর্যবাবু আগে থেকেই সেখানে অপেক্ষা করছিলেন। কংগ্রেস নেতাদের সঙ্গে তিনি ঘণ্টা দুয়েক বৈঠক করেন। সিপিএম সুত্রের খবর এই বৈঠকে মূলতঃ জোটের কাটা সরানোর বিষয়েই আলোচনা হয়েছে। যে সব আসনগুলিতে জোট না হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সেই আসনগুলি নিয়েও সূর্যবাবুর সঙ্গে তাঁদের কথা হয়েছে বলে সূত্রের খবর। তৃণমূলকে সব আসনেই টক্কর দিতে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার রফাসূত্র খুঁজে বার করার চেষ্টা হয় বৈঠকে। রাত ১০টা নাগাদ বৈঠক সেরে কংগ্রেস নেতা সোমেন মিত্র বলেন, ‘‘বৈঠক ফলপ্রসূ হয়েছে। সব আসনে একের বিরুদ্ধে এক প্রার্থী যাতে দেওয়া যায় তা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।’’
আরও খবর
বামেদের দ্বিতীয় তালিকায় এক ঝাঁক প্রাক্তন মন্ত্রী