—ফাইল চিত্র।
আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের প্রতিষ্ঠিত বেঙ্গল কেমিক্যালকে বাঁচানো ও পুনরুজ্জীবনের দাবি নিয়ে কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হলেন রাজ্যের কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য ও সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। দিল্লিতে কেন্দ্রীয় রসায়ন মন্ত্রকে গিয়ে বৃহস্পতিবার বেঙ্গল কেমিক্যালের গুরুত্ব এবং ওই কারখানার পুনরুজ্জীবনের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন তাঁরা। সঙ্গে ছিলেন আইএনটিইউসি-র রাজ্য সভাপতি কামারুজ্জামান কামার, সিপিএমের প্রাক্তন সাংসদ নেপালদেব ভট্টাচার্যও। কেন্দ্রীয় সরকার যে বেপরোয়া ভাবে বিলগ্নিকরণের পথে চলছে, তার আওতা থেকে বাংলার এই সংস্থাকে বাদ রাখার পক্ষে যুক্তি দেন তাঁরা। সংসদের কাজে ব্যস্ত থাকায় কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে অবশ্য তাঁদের দেখা হয়নি। ফার্মাসিউটিক্যাল বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক প্রদীপবাবু, সুজনবাবুদের জানিয়েছেন, কিছু চূড়ান্ত করার আগে বিষয়টি নিয়ে তাঁরা মন্ত্রকে আরও আলোচনা করবেন।