‘ভারত জোড়ো যাত্রা’র তৃতীয় দিনে, কুলপি থেকে ডায়মন্ড হারবারের পথে কংগ্রেস নেতা-কর্মীরা। নিজস্ব চিত্র।
তৃতীয় দিনে ডায়মন্ড হারবারে এসে পৌঁছল প্রদেশ কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’। পদযাত্রা শুরু হয়েছিল সাগর থেকে। কুলপি থেকে শুরু হয়ে শুক্রবার ২৫ কিলোমিটার পথ হেঁটে সাগর থেকে পাহাড় পদযাত্রা পৌঁছেছে ডায়মন্ড হারবারে। পদযাত্রায় এ দিন শামিল হয়েছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়, অশোক ভট্টাচার্য, দক্ষিণ ২৪ পরগনা (১) জেলা সভাপতি মনোরঞ্জন হালদার, ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদেরা। কংগ্রেস নেতৃত্বের দাবি, দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন অংশে দলের তেমন কোনও সংগঠন না থাকা সত্ত্বেও সাগর থেকে পাহাড় পদযাত্রায় সাড়া মিলছে ভালই। কর্মী-সমর্থকেরাও দল বেঁধে পদযাত্রায় অংশগ্রহণ করছেন। পদযাত্রার চতুর্থ দিনে আজ,শনিবার কংগ্রেস নেতা-কর্মীদের আমতলা পর্যন্ত আসার কথা। নতুন বছরের প্রথম দিন পদযাত্রা কলকাতার সীমানা পেরিয়ে প্রবেশ করার কথা। কলকাতার দক্ষিণ থেকে উত্তর প্রান্ত পর্যন্ত আগামী ২ জানুয়ারির পদযাত্রায় শিক্ষা, সংস্কৃতি জগতের কিছু বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিশিষ্ট কিছু ব্যক্তিত্বকে শহরের পথে পদযাত্রায় দেখা যাবে বলেই কংগ্রেস সূত্রের ইঙ্গিত।