Bharat Jodo Nyay Yatra

কমিটি গড়ে প্রস্তুতি শুরু ‘ন্যায় যাত্রা’র, আসছেন বেনুগোপালও

শিলিগুড়িতে কাল, শনিবার প্রদেশ ও জেলা কংগ্রেসের সংশিষ্ট নেতাদের সঙ্গে বৈঠক করার কথা এআইসিসি নেতৃত্বের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪ ০৫:০৭
Share:

—প্রতীকী ছবি।

আগামী সপ্তাহেই ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ নিয়ে বাংলায় আসছেন রাহুল গান্ধী। অসম থেকে আগামী ২৫ জানুয়ারি ওই যাত্রার কোচবিহারে প্রবেশ করার কথা। যাত্রার পরবর্তী পর্যায়ে উত্তর দিনাজপুর, মালদহ ও মুর্শিদাবাদের দিনক্ষণ এখনও চূড়ান্ত করা হয়নি। তবে যাত্রার আয়োজনে কোনও খামতি রাখতে চাইছেন না কংগ্রেস নেতৃত্ব। ‘ন্যায় যাত্রা’র প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য রাজ্যে আসছেন এআইসিসি-র সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেনুগোপাল, কে বি বৈজু, এ রাজ্যের ভারপ্রাপ্ত এআইসিসি-র নতুন পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর প্রমুখ। শিলিগুড়িতে কাল, শনিবার প্রদেশ ও জেলা কংগ্রেসের সংশিষ্ট নেতাদের সঙ্গে বৈঠক করার কথা এআইসিসি নেতৃত্বের।

Advertisement

রাহুলের যাত্রার জন্য প্রদেশ কংগ্রেস স্তরে গঠন করা হয়েছে এক গুচ্ছ কমিটি। মনোজ চক্রবর্তী, অসিত মিত্র, শুভঙ্কর সরকার, কৃষ্ণা দেবনাথ, নেপাল মাহাতো, শঙ্কর মালাকার, সুজয় ঘটক, সৌম্য আইচ রায়, সুমন পাল, মিল্টন রশিদ, নিলয় প্রামাণিক, ঋজু ঘোষাল, সুমন রায় চৌধুরী, অশোক ভট্টাচার্য-সহ প্রদেশ স্তরের প্রায় সব নেতাকেই ঘুরিয়ে ফিরিয়ে নানা ধরনের কমিটিতে দায়িত্ব দেওয়া হয়েছে। ওই যাত্রাকে কেন্দ্র করে নাগরিক সমাজের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার লক্ষ্যেও একটি আলাদা কমিটি গড়েছে প্রদেশ কংগ্রেস। সেই কমিটির চেয়ারম্যান করা হয়েছে প্রাক্তন বিধায়ক তথা আইএএস সুখবিলাস বর্মাকে। লোকশিল্প নিয়েও চর্চা করেন সুখবিলাস। ওই কমিটির আহ্বায়ক মোত্তাকিন আলম। সূত্রের খবর, মণিপুর থেকে শুরু হওয়া এই ‘ন্যায় যাত্রা’র লক্ষ্য ও বিষয়গুলি যাতে সমাজমাধ্যমে ভাল ভাবে ছড়িয়ে দেওয়া যায়, সেই বিষয়ে সংবাদমাধ্যম ও সমাজমাধ্যম সংক্রান্ত কমিটিকে সর্বাত্মক চেষ্টা করার বার্তা দিয়েছে এআইসিসি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement