ডেঙ্গি আক্রান্তদের কাছে মান্নান-সুজন

বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর নেতৃত্বে বিধায়কেরা রবিবার হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে যান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৯ ০৩:৫০
Share:

—নিজস্ব চিত্র।

হাবড়ায় গিয়ে ডেঙ্গি আক্রান্ত মানুষের কথা বলল কংগ্রেস ও বাম বিধায়কদের যৌথ প্রতিনিধিদল।

Advertisement

বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর নেতৃত্বে বিধায়কেরা রবিবার হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে যান। জ্বরে আক্রান্ত মানুষের সঙ্গে কথা বলেন তাঁরা। বেশ কিছু মানুষ চিকিৎসা নিয়ে অব্যবস্থা ও বিভ্রান্তির অভিযোগও করেন বিধায়কদের কাছে। মান্নান বলেন, ‘‘তিন জন মারা গিয়েছেন ৪৮ ঘণ্টায়। প্রশাসনিক ব্যর্থতায় পরিস্থিতি ঘোরালো হচ্ছে। মানুষ সুস্থ পরিবেশ পাচ্ছেন না। হাবড়ার বিধায়ক রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী হওয়া সত্ত্বেও এমন অবস্থা হয় কী করে!’’ প্রতিনিধিদলে ছিলেন কংগ্রেস বিধায়ক সুখবিলাস বর্মা ও কাজী আব্দুর রহিম (দিলু)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement