Congress

শহরে জোড়া বিক্ষোভে কংগ্রেস, ছাত্র পরিষদ

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০ ০৪:৩৯
Share:

ইন্ডিয়াল অয়েলের দফতরের সামনে কংগ্রেসের বিক্ষোভ। নিজস্ব চিত্র।

কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে জোড়া প্রতিবাদে পথে নামল কংগ্রেস। তার মধ্যে ছাত্র পরিষদের বিক্ষোভের জেরে ধর্মতলা অবরুদ্ধও হল বেশ কিছু ক্ষণ।

Advertisement

বিজেপি সরকারের আমলে রান্নার গ্যাস, পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকুরিয়ায় ইন্ডিয়ান অয়েল সংস্থার দফতরের সামনে শুক্রবার বিক্ষোভ দেখান কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। ওই কর্মসূচি ছিল দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদের নেতৃত্বে। একই বিষয়ে ইলিয়ট রোড থেকে এ দিন বিক্ষোভ মিছিল করে সিপিএমের গণতান্ত্রিক মহিলা সমিতি। পাশাপাশি, এসএসসি এবং উচ্চ প্রাথমিকের চাকরি-প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার দাবিতে এবং আন্দোলনরত হবু শিক্ষকদের উপরে রাতের অন্ধকারে ‘পুলিশি আক্রমণে’র প্রতিবাদে বিধান ভবন থেকে মৌলালি হয়ে ধর্মতলা পর্যন্ত মিছিল করে ছাত্র পরিষদ। রিসার্চ স্কলারদের বকেয়া ফেলোশিপ দেওয়া ও নিয়মিত স্কলারশিপের দাবিও তুলেছে তারা। ডরিনা ক্রসিংয়ে পুলিশ মিছিল আটকালে ছাত্র পরিষদের নেতা-কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি বাধে পুলিশের, আহত হন সংগঠনের দু-তিন জন। ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদের নেতৃত্বে ওখানেই অবস্থানে বসে পড়েন কর্মী-সমর্থকেরা। যার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলা চত্বর। কৃষি আইন প্রত্যাহার ও জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ, শনিবার দক্ষিণ কলকাতার ট্রায়াঙ্গুলার পার্কের কাছে কংগ্রেস কর্মীদের মানববন্ধন হবে সাংসদ প্রদীপ ভট্টাচার্যের উপস্থিতিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement