Congress

মধ্য কলকাতায় কংগ্রেসের বিক্ষোভ

বিক্ষোভে শামিল হয়েছিলেন প্রদেশ কংগ্রেস নেতা অসিত মিত্র, কৃষ্ণা দেবনাথ, সৌম্য আইচ রায়, শাহিনা জাভেদ, আশুতোষ চট্টোপাধ্যায়, শাদাব খান প্রমুখ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৩ ০৬:৪২
Share:

কলকাতা পুলিশের ডিসি ( সেন্ট্রাল) দফতর চত্বরে কংগ্রেসের বিক্ষোভ। নিজস্ব চিত্র।

মধ্য কলকাতা জুড়ে মাদক পাচার, জুয়া-লটারির রমরমা এবং নানা অসামাজিক কাজকর্ম বেড়ে যাওয়ার প্রতিবাদে কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখাল কংগ্রেস। মধ্য কলকাতা জেলা কংগ্রেস সভাপতি সুমন পালের নেতৃত্বে সোমবার মৌলানা আবুল কালাম আজাদ কলেজের সামনে থেকে মিছিল করে দলের কর্মী-সমর্থকেরা ডিসি (সেন্ট্রাল) দফতর চত্বরে এসে বিক্ষোভ দেখান। বিক্ষোভে ভিড় ছিল চোখে পড়ার মতোই। বিক্ষোভে শামিল হয়েছিলেন প্রদেশ কংগ্রেস নেতা অসিত মিত্র, কৃষ্ণা দেবনাথ, সৌম্য আইচ রায়, শাহিনা জাভেদ, আশুতোষ চট্টোপাধ্যায়, শাদাব খান প্রমুখ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement