বিধানসভার বাইরে কংগ্রেসের বিক্ষোভ নিজস্ব চিত্র।
রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাল কংগ্রেস। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর পদত্যাগও দাবি করেছেন কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। বিধানসভার বর্ষাকালীন অধিবেশন শুরু হয়েছে শুক্রবার। প্রথম দিনেই বিধানসভার দক্ষিণ ফটকের বাইরে প্ল্যাকার্ড-পোস্টার নিয়ে বিক্ষোভে শামিল হন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের নেতা-কর্মীরা। ঘটনাস্থল থেকে পুলিশ ১৫ জনকে গ্রেফতার করে। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদের বক্তব্য, ‘‘এখন আমাদের কোনও বিধায়ক না থাকায় বিধানসভার ভিতরে সরকারের ব্যর্থতার প্রতিবাদ করার সুযোগ নেই। আমরা বাইরেই প্রতিবাদ জানিয়েছি।’’