রাজ্যপাল জগদীপ ধনখড়।—ফাইল চিত্র।
কালীপুজোর উদ্বোধনের ঠিক আগের দিন একটি ক্লাবের প্রধান পৃষ্ঠপোষকের পদ থেকে সরে দাঁড়ালেন বারাসতের তৃণমূল চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায়। ঘটনাচক্রে আজ, শনিবার সেই পুজো উদ্বোধনের কথা রয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের।
বারাসতে ওই পুজোটির এ বার সুবর্ণ জয়ন্তী বর্ষ। উদ্বোধনের আগের দিন হঠাৎ করে সরে যাওয়া প্রসঙ্গে শুক্রবার সুনীল জানান বিতর্ক এড়াতেই তাঁর এই সিদ্ধান্ত। কিসের বিতর্ক? সুনীলের কথায়, ‘‘রাজ্যপাল দলীয় স্বার্থে কাজ করছেন। উনি নিরপেক্ষ নন। তাই উদ্বোধনে থাকা আমার পক্ষে সম্ভব নয়।’’ পাশাপাশি তাঁর অভিযোগ, ‘‘প্রধান পৃষ্ঠপোষকের পদে থাকলেও আমার সঙ্গে আলোচনা না করেই রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হয়েছে।’’
রাজ্যপাল হয়ে আসার পর থেকে ধনখড়ের সঙ্গে সংঘাত চলছে তৃণমূলের। দিন কয়েক আগে সন্দেশখালির ধামাখালিতে প্রশাসনিক বৈঠক বয়কট করেছিল শাসক দলের জনপ্রতিনিধিরা। বারাসতে পুজো উদ্বোধন ঘিরেও সেই সংঘাত অব্যাহত। তবে ওই পুজো কমিটির সভাপতি অনিমেষ সাহা বলেন, ‘‘দুভার্গ্যজনক ঘটনা। এতটা গভীরে ভাবা হয়নি। অল্প সময়ের মধ্যে রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হয়েছে।’’
ধর্ম, উৎসবের সঙ্গে রাজনীতিকে তৃণমূল জড়িয়ে ফেলছে অভিযোগ তুলে এ দিন বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সহ সভাপতি শঙ্কর দাস বলেন, ‘‘বিষয়টি নিয়ে তৃণমূল অযথা রাজনীতি করছে। ধর্মীয় বিষয়, উৎসব নিয়ে রাজনীতি ঠিক নয়।’’