TMC

ক্ষতিপূরণ-তরজা বিজেপি-তৃণমূলের

আমপান-ক্ষতিপূরণের টাকা অন্য়ায় ভাবে নেওয়ায় এখন যাঁদের ফেরত দিতে হচ্ছে, তাঁরা বলছেন, সকলেই নিয়েছে, তা হলে শুধু আমরা কেন টাকা ফেরাব? তখন তাঁদের বলা হচ্ছে, এখন চুপচাপ থাক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২০ ০৭:১৪
Share:

বিজেপি-র রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ। —ফাইল চিত্র।

আমপান-ক্ষতিপূরণে দুর্নীতির অভিযোগ মোকাবিলায় রাজ্য় সরকারের প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্য়তা নিয়েই প্রশ্ন তুললেন বিজেপি-র রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, ‘‘বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি উদ্ধারে ওই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। আসলে পুরোটাই লোক দেখানো। আমপান-ক্ষতিপূরণের টাকা অন্য়ায় ভাবে নেওয়ায় এখন যাঁদের ফেরত দিতে হচ্ছে, তাঁরা বলছেন, সকলেই নিয়েছে, তা হলে শুধু আমরা কেন টাকা ফেরাব? তখন তাঁদের বলা হচ্ছে, এখন চুপচাপ থাক। পরে এ নিয়ে হইচই বন্ধ হলে আবার কাজ করবে।’’ দিলীপবাবুর আরও দাবি, রাজ্য সরকারের ওই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সদিচ্ছা থাকলে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হত। শুধু শাসক দল থেকে দূরত্ব তৈরি করেই দায় সারা হত না।

Advertisement

তৃণমূল অবশ্য দিলীপবাবুর অভিযোগ নস্যাৎ করে দিয়েছে। দলের মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘দুর্নীতির বিরুদ্ধে যে এ রকম কঠোর অবস্থান নেওয়া যায়, তা বিজেপির মতো দলের পক্ষে বিশ্বাস করা অসম্ভব। এটা ঠিকই যে, এই কাজটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই পারেন এবং তা তিনি করে দেখাচ্ছেন। বিজেপি নিজে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে অপারগ। তাই অন্যদেরও নিজেদের মতো ভাবছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement