বিধাননগরে তথ্যমিত্র কর্মীদের মিছিলে পুলিশের বাধা
রাজ্যে তথ্যমিত্র কেন্দ্রগুলির অধিকাংশেরই হাল ভাল নয়। কর্মীদের অভিযোগ, পুরনো কেন্দ্রগুলিতে রাজ্য সরকারের প্রকল্পগুলির কাজ করা যাচ্ছে না। আবার নির্দিষ্ট জায়গায় কেন্দ্র থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের শাসক দলের ‘ঘনিষ্ঠ’ হলেই নতুন কেন্দ্র খোলার অনুমতি পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতির সুরাহা চেয়ে বুধবার পঞ্চায়েত দফতরে দাবি জানাতে গিয়ে গ্রেফতার হলেন তথ্যমিত্র কেন্দ্রের কর্মীদের (ভিএলই) একাংশ। ওই কর্মীদের সংগঠন সিএসসি ভিএলই ইউনিয়নের ডাকে এ দিন পঞ্চায়েত দফতরে দাবিপত্র দেওয়ার আগেই ৬২ জনকে গ্রেফতার করে নিয়ে যাওয়া বিধাননগর দক্ষিণ থানায়। ধৃতদের মধ্যে ছিলেন সংগঠনের সম্পাদক অনির্বাণ রায়, সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ, সিটুর রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তরুণ ভরদ্বাজেরা। আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন তাঁরা।