Naushad Siddiqui

কমিটিতে ঠাঁই আইএসএফের একমাত্র বিধায়কের

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে আইএসএফ বিধায়কের জন্য জায়গা তৈরি হল বিধানসভার কমিটিতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ জুন ২০২১ ০৮:৫৬
Share:

নওসাদউদ্দিন সিদ্দিকী। ফাইল চিত্র।

বিধানসভায় এ বার বাম ও কংগ্রেসের কোনও প্রতিনিধি নেই। সংযুক্ত মোর্চার তরফে একমাত্র বিধায়ক হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) নওসাদউদ্দিন সিদ্দিকী। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে আইএসএফ বিধায়কের জন্য জায়গা তৈরি হল বিধানসভার কমিটিতে। শাসক ও বিরোধী পক্ষের তরফে বিভিন্ন কমিটির সদস্যদের তালিকা তৈরি হয়েছিল। কিন্তু নওসাদ একাই বিধায়ক হওয়ায় তাঁর নাম সুপারিশ হয়নি কোনও জায়গা থেকেই। শেষ পর্যন্ত স্পিকারের অনুরোধ মেনে মঙ্গলবার বিজেপি সংখ্যালঘু বিযয়ক-সহ দু’টি স্থায়ী কমিটির সদস্য-পদ ভাঙড়ের বিধায়ক নওসাদের জন্য ছেড়ে দিতে রাজি হয়েছে। অতীতে বিরোধী দলনেতা, সিপিএমের সূর্যকান্ত মিশ্র সেই সময়ে বিজেপির একমাত্র বিধায়ক শমীক ভট্টাচার্যকে জায়গা করে দিয়েছিলেন বিধানসভার কমিটিতে। তাতে সিলমোহর দিয়েছিলেন স্পিকার। এ বারও একই রকম প্রথার পুনরাবৃত্তি হতে চলেছে। পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-সহ বিধানসভার চারটি কমিটির নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে আজ, বুধবার। বিজেপি সূত্রের খবর, পরিষদীয় দলের তরফে তাদের বিধায়কদের জন্য মনোনয়ন জমা দেওয়া হবে আজই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement