নওসাদউদ্দিন সিদ্দিকী। ফাইল চিত্র।
বিধানসভায় এ বার বাম ও কংগ্রেসের কোনও প্রতিনিধি নেই। সংযুক্ত মোর্চার তরফে একমাত্র বিধায়ক হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) নওসাদউদ্দিন সিদ্দিকী। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে আইএসএফ বিধায়কের জন্য জায়গা তৈরি হল বিধানসভার কমিটিতে। শাসক ও বিরোধী পক্ষের তরফে বিভিন্ন কমিটির সদস্যদের তালিকা তৈরি হয়েছিল। কিন্তু নওসাদ একাই বিধায়ক হওয়ায় তাঁর নাম সুপারিশ হয়নি কোনও জায়গা থেকেই। শেষ পর্যন্ত স্পিকারের অনুরোধ মেনে মঙ্গলবার বিজেপি সংখ্যালঘু বিযয়ক-সহ দু’টি স্থায়ী কমিটির সদস্য-পদ ভাঙড়ের বিধায়ক নওসাদের জন্য ছেড়ে দিতে রাজি হয়েছে। অতীতে বিরোধী দলনেতা, সিপিএমের সূর্যকান্ত মিশ্র সেই সময়ে বিজেপির একমাত্র বিধায়ক শমীক ভট্টাচার্যকে জায়গা করে দিয়েছিলেন বিধানসভার কমিটিতে। তাতে সিলমোহর দিয়েছিলেন স্পিকার। এ বারও একই রকম প্রথার পুনরাবৃত্তি হতে চলেছে। পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-সহ বিধানসভার চারটি কমিটির নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে আজ, বুধবার। বিজেপি সূত্রের খবর, পরিষদীয় দলের তরফে তাদের বিধায়কদের জন্য মনোনয়ন জমা দেওয়া হবে আজই।