Commercial LPG cylinder prices

দাম কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের, দু’সপ্তাহ আগেই বেড়েছিল ১০১ টাকা, কলকাতায় নতুন দাম কত?

গৃহস্থালির ব্যবহারের ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। ৯২৯ টাকাতেই মিলবে গৃহস্থের রান্নার গ্যাস।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৩ ১৪:০০
Share:

—ফাইল চিত্র।

দীপাবলির সপ্তাহ দুয়েক আগেই বাণিজ্যিক গ্যাসের (১৯ কেজি) দাম এক ধাক্কায় ১০১ টাকা বৃদ্ধি করেছিল পেট্রোলিয়াম সংস্থা। বৃহস্পতিবার থেকে সেই দাম বেশ কিছুটা কমল। ৫৭.৫০ টাকা কমল বাণিজ্যিক সিলিন্ডারের দাম।

Advertisement

তবে গৃহস্থালির ব্যবহারের ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। ৯২৯ টাকাতেই মিলবে গৃহস্থের রান্নার গ্যাস। সেপ্টেম্বর এবং অক্টোবরের গোড়ায় দু’ধাপে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছিল। কিন্তু নভেম্বরের গোড়ায় তা এক ধাক্কায় ১০১ টাকা বেড়ে যায়। ফের দাম কমল ৫৭.৫০ টাকা।

এই দাম কমার ফলে কিছুটা সুরাহা হবে হোটেল, রেস্তরাঁগুলির। কলকাতায় নতুন দাম হল ১৮৮৫.৫০ টাকা। দেশের চারটি মেট্রো শহরের মধ্যে বাণিজ্যিক সিলিন্ডারের দাম সবচেয়ে কম হল মুম্বইয়ে, ১৭২৮টাকা। দিল্লি ও চেন্নাইয়ে দাম যথাক্রমে ১৭৭৫.৫০ টাকা ‌এবং ১৯৪২ টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement