বাণিজ্যিক গ্যাসের দাম কমছে। — ফাইল চিত্র।
এপ্রিলের গোড়াতেই এক ধাক্কায় অনেকটাই দাম কমছে রান্নার গ্যাস সিলিন্ডারের। খনিজ তেল সরবরাহকারী সংস্থাগুলির তরফে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানোর কথা জানানো হয়েছে। মঙ্গলবার থেকেই দেশজুড়ে কার্যকর হবে নতুন দাম।
মার্চ মাসেও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল। পর পর কয়েক মাস দাম বৃদ্ধির পর এ বার কমতে চলেছে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম কী হবে, তা-ও জানানো হয়েছে। মার্চ মাসে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারপিছু দাম ছিল ১,৯১৩ টাকা। এপ্রিলের গোড়া থেকে সেই দাম কমে দাঁড়াচ্ছে ১,৮৬৮ টাকা ৫০ পয়সা। অর্থাৎ এক ধাক্কায় সাড়ে ৪৪ টাকা দাম কমছে। তবে ১৪.২ কেজির সিলিন্ডারপিছুর দাম ৮২৯ টাকাই থাকছে।
মূলত হোটেল, রেস্তরাঁয় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। গৃহস্থের রান্নাঘরে ব্যবহার হয় ১৪.২ কেজির সিলিন্ডার। প্রায় প্রতি মাসেই ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামের হেরফের হয়। গত বছরেরও একাধিক বার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি হয়েছে। কখনও আট টাকা, কখনও ১০, কখনও আবার এক ধাক্কায় ৩৮ টাকা পর্যন্তও দাম বেড়েছিল গ্যাসের। যদিও গত বছর এপ্রিলেও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছিল।