Earthquake

শুক্রবার ফের ভূমিকম্প! এ বার নেপালে, ৫ মাত্রায় কাঁপল দিল্লি, নয়ডা, গুরুগ্রাম

গত শুক্রবারে ভূমিকম্প হয়েছিল মায়ানমারে। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৭.৭। এখন পর্যন্ত সে দেশে মারা গিয়েছেন ৩০০০ জনেরও বেশি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ২০:২৫
Share:
নেপালে ভূমিকম্প।

নেপালে ভূমিকম্প। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

গত শুক্রবারের পরে আবার এই শুক্রবার।

Advertisement

ভূমিকম্পে শুক্রবার সন্ধ্যায় কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৫.০। তার জেরে কাঁপল দিল্লি, নয়ডা, গুরুগ্রামও। গত শুক্রবারে ভূমিকম্প হয়েছিল মায়ানমারে। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৭.৭। গত সপ্তাহের সেই ভূমিকম্পের জেরে এখন পর্যন্ত মায়ানমারে মারা গিয়েছেন ৩,০০০ জনেরও বেশি। প্রভাব পড়েছিল প্রতিবেশী তাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককেও।

শুক্রবার সন্ধ্যা ৭টা ৫২ মিনিট নাগাদ কম্পন অনূভূত হয় নেপাল-সহ উত্তর ভারতে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল নেপালে মাটির নীচে ২০ কিলোমিটার গভীরে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কথা প্রকাশিত হয়নি।

Advertisement

মায়ানমারে ভূমিকম্পের পর থেকে একাধিক বার কেঁপে উঠেছে এশিয়ার এই অঞ্চল। ১ এপ্রিল মায়ানমারে আরও একটি ভূমিকম্প হয়। রিখটার স্কেলে তার মাত্রা ৪.৭ ছিল বলে জানিয়েছে সেন্টার ফর সিসমোলজি। তার পরে ৪.৫ মাত্রার আরও একটি ভূমিকম্প হয় মায়ানমারে। গত বুধবার জাপানের কিয়ুশু অঞ্চলে একটি ভূমিকম্প হয়। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬.০। সেই ভূমিকম্পের উৎসস্থল ছিল জাপানে ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার গভীরে। তবে গত শুক্রবারের ভূমিকম্পে মায়ানমারে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, সে রকম পরের ভূমিকম্পগুলিতে আর হয়নি। ভূমিকম্পের জেরে মায়ানমারে আহত হয়েছেন প্রায় প্রায় সাড়ে চার হাজার জন। ভেঙে পড়েছে হাজার হাজার বাড়ি, মসজিদ। ফাটল ধরেছে সেতু, রাস্তায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement