ওঁরা বলেন

রাজ্যের পুরভোট নিয়ে নেতা-নেত্রীরা যা বললেন এবং বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা অভিযোগ।রাজ্যের পুরভোট নিয়ে নেতা-নেত্রীরা যা বললেন এবং বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা অভিযোগ।

Advertisement
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৫ ০৪:২৮
Share:

ওঁরা বলেন

Advertisement

• ছোট দল হওয়া ভাল। কুড়িটা গুন্ডা পোষার থেকে কুড়ি হাজার মানুষ আমাদের কাছে বেশি জরুরি। রূপা গঙ্গোপাধ্যায় (হাসনাবাদে)

Advertisement

• বিরোধীরা সন্ত্রাসের কথা বলছেন। শিলিগুড়িতেও এই ধুয়ো তোলা হচ্ছে। আমি জানতে চাই, অশোক ভট্টাচার্য বা জীবেশ সরকারদের কোনও দিন রাতে ঘুমোতে অসুবিধা হয়েছে কি? পার্থ চট্টোপাধ্যায় (শিলিগুড়িতে)

• উনি (মমতা) বলেন, ‘আমি ফটাফট ছবি আঁকি আর পটাপট বিক্রি হয়ে যায়’। আর সিবিআই যখন খটাখট করে তৃণমূল অফিসের কড়া নাড়ছে, তখন বলছেন হিসেবের খাতা খুঁজে পাওয়া যাচ্ছে না। মহম্মদ সেলিম (পুরুলিয়া শহরে)

• মুখমন্ত্রী নামেই মমতা। যে ভাবে উনি রাজ্য সরকার, পুলিশ-প্রশাসন চালাচ্ছেন তাতে কোথাও মমতার ছিঁটেফোটা নেই। উনি তো আবার দিদি। কিন্তু দিদি নাম শুনলেই যে মায়া, মমতা, আবেগ আসে, তা-ও নেই। বাবুল সুপ্রিয় (শিলিগুড়িতে)

অভিযোগ নামা

প্রহৃত প্রার্থী

শিলিগুড়ির ৩০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী চৈতালী বন্দ্যোপাধ্যায়কে মারধরে অভিযুক্ত তৃণমূল। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের কাছে অভিযোগ হয়েছে।

খুনের হুমকি

রানাঘাটের ১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী কজ্জোল চট্টোপাধ্যায়কে খুনের হুমকি ও তাঁর নির্বাচনী এজেন্টকে কাজ না করতে দেওয়ায় অভিযুক্ত তৃণমূল। নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ হয়েছে।

বাড়ি ভাঙচুর

তাহেরপুরের ৭ নম্বর ওয়ার্ডের আরএসপি প্রার্থী তন্দ্রা রায়ের বাড়িতে চড়াও হয়ে তাঁকে ভয় দেখানোয় অভিযুক্ত শাসক দল। তাহেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

ব্যানারে আগুন

তৃণমূলের পোস্টার ও ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বর্ধমানের কালনায়। তৃণমূলের অভিযোগ, কালনার ১, ৫, ৬, ৯, ১০, ১২, ১৫ এবং ১৭ নম্বর ওয়ার্ডে তাদের ব্যানারে আগুন দিয়েছে সিপিএম। কালনা পুর এলাকায় তৃণমূলের নির্বাচনী পর্যবেক্ষক দেবু টুডু জানান, থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। কালনা শহরের ৯ নম্বরের ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বিনয় দত্তের অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে ফ্লেক্স কেটে দেওয়া হয়েছে। যদিও এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার
করেছেন সিপিএম নেতৃত্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement