প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ। ছবি রয়টার্স।
ব্রিটেনের রানি প্রয়াত
বৃহস্পতিবার রাতে ৯৬ বছর বয়সে প্রয়াত হন রানি দ্বিতীয় এলিজাবেথ। দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন ছিল সে দেশের সকলেই। রানির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন গোটা বিশ্বের রাষ্ট্রনেতারা। আজ, শুক্রবার নজরে থাকবে ব্রিটেনের রাজ-কাহিনি।
ডিএ মামলার শুনানি
আজ কলকাতা হাই কোর্টে ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে মামলার শুনানি রয়েছে। দুপুর ২টো নাগাদ এই মামলাটি বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে উঠতে পারে।
আবহাওয়া কেমন
বৃষ্টির অভাব বাংলায়। বর্ষাকাল চলে গেলেও এখনও পর্যাপ্ত বৃষ্টির দেখা নেই। বৃহস্পতিবার কলকাতায় এক পশলা বৃষ্টি হয়। আবহাওয়া দফতর জানিয়েছে, আজও হালকা বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা এখনই নেই দক্ষিণবঙ্গে।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
বাগুইআটি-কাণ্ডের তদন্ত
বাগুইআটির জোড়া খুনের তদন্ত সিআইডি-কে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যের গোয়েন্দা সংস্থাটি তৎপর। শুরু হয়েছে তদন্তের কাজ। আজ এই ঘটনার তদন্তের দিকে নজর থাকবে।
ডুরান্ড কাপে মহমেডান
আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মহমেডান ও কেরালা ব্লাস্টার্সের খেলা রয়েছে। সন্ধ্যা ৬টা নাগাদ যুবভারতীতে এই খেলাটি হবে।
এশিয়া কাপে শ্রীলঙ্কা-পাকিস্তান
আজ এশিয়া কাপে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে খেলাটি শুরু হবে।
ইউএস ওপেন
সাত দিনের বেশি সময় ধরে চলছে ইউএস ওপেন। এ বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতা এটি। প্রতিযোগিতামূলক এই টেনিসের ফলাফলের দিকে নজর থাকবে।
ভারত-এ দলের খেলা
আজ ভারত-এ বনাম নিউজিল্যান্ড-এ দলের টেস্ট ম্যাচ রয়েছে। সকাল সাড়ে ৯টা থেকে খেলাটি শুরু হবে।
ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ
আজ ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন। বিকেল সাড়ে ৩টে থেকে খেলাটি শুরু হবে।