News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৬

পালিত হচ্ছে দোলযাত্রা। অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার কথা ইডি। মেঘালয় ও নাগাল্যান্ডে শপথগ্রহণ দুই মুখ্যমন্ত্রীর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৩ ০৬:৫৪
Share:

মঙ্গলবার রাজ্য জুড়ে পালিত হচ্ছে রঙের উৎসব। ফাইল ছবি।

দোলযাত্রা

Advertisement

আজ, মঙ্গলবার দোলযাত্রা। রাজ্য জুড়ে পালিত হচ্ছে রঙের উৎসব। আজ দিনভর নজর থাকবে এই সংক্রান্ত নানা খবরের দিকে।

অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার কথা ইডির

Advertisement

দীর্ঘ টানাপড়েনের পর আজ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইডি। আদালতের নির্দেশ মতো আসানসোল জেল থেকে নিরাপত্তা দিয়ে অনুব্রতকে কলকাতায় নিয়ে আসবে রাজ্যের পুলিশ। তার পর কলকাতা থেকে তাঁকে বিমানে দিল্লি নিয়ে যাওয়ার কথা ইডির। আজ নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে।

মেঘালয় ও নাগাল্যান্ডে শপথগ্রহণ দুই মুখ্যমন্ত্রীর

গত ২ মার্চ মেঘালয় ও নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। এ বার সরকার গঠনের পালা। আজ মেঘালয় ও নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীরা শপথ নেবেন। বিজেপি সূত্রে খবর, এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ নজর থাকবে সরকার গঠনের প্রস্তুতির দিকে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

রাজ্যে অ্যাডিনোভাইরাস সংক্রমণের পরিস্থিতি

অ্যাডিনোভাইরাসের সংক্রমণে রাজ্যের বিভিন্ন হাসপাতালে একের পর এক শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। সংখ্যাটা বেড়েই চলেছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকেরা। অ্যাডিনোভাইরাস প্রতিরোধে রাজ্য নির্দেশিকা প্রকাশ করেছে। তার পরেও রাজ্যে কমছে না শিশু মৃত্যু সংখ্যা। অন্য দিকে, এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল বিজেপি। এই অবস্থায় আজ, মঙ্গলবার রাজ্যে অ্যাডিনোভাইরাস সংক্রমণের পরিস্থিতির দিকে নজর থাকবে।

মহিলাদের আইপিএল: দিল্লি-ইউপি

আজ মহিলাদের আইপিএলে দিল্লি বনাম ইউপির খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে খেলাটি শুরু হবে। নজর থাকবে এই খেলার দিকে।

রাজ্যে গরম কেমন, পূর্বাভাস কী?

রাজ্যে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহে রোদের তাপ আরও বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকবে। উত্তরবঙ্গে হালকা ঝড়-বৃষ্টি হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement