Bratya Basu

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে পাঁচ

শহরে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ভিড় বাড়ছে হাসপাতালে। ইতিমধ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে শহরে। ডেঙ্গি মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২ ০৭:০৩
Share:

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ফাইল চিত্র।

শহরে বাড়ছে ডেঙ্গি

Advertisement

শহরে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ভিড় বাড়ছে হাসপাতালে। কয়েক দিনের মধ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে শহরে। ডেঙ্গি মোকাবিলায় একাধিক পদক্ষেপ করেছে প্রশাসন। আজ নজর থাজবে এই সংক্রান্ত খবরের দিকে।

হাসিনার ভারত সফর

Advertisement

ভারত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। হাসিনার এই সফরের দিকে আজ নজর থাকবে।

এশিয়া কাপে ভারত-শ্রীলঙ্কা

পাকিস্তানের কাছে হারার পর এ বার এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে ভারত। আজ, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ খেলাটি শুরু হবে।

ইউএস ওপেন

চলছে ইউএস ওপেন। এ বছরের এটি শেষ গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতা। নজর থাকবে ওই খেলার দিকে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে লিজ ট্রাসের শপথ

ঋষি সুনককে হারিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে জয়ী হয়েছেন লিজ ট্রাস। আজ তাঁর শপথ অনুষ্ঠান রয়েছে। আজ সেই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement