শীতে কাবু উত্তর ভারত। ছবি: পিটিআই।
রাজ্যের আবহাওয়া কেমন?
জাঁকিয়ে শীত পড়েছে রাজ্যে। তাপমাত্রার পারদ নিম্নমুখী। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ক’দিন রাজ্য জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে থাকবে। কলকাতার তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমবে। উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা আরও তিন ডিগ্রি নামতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে হালকা কুয়াশা ও আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়া সংক্রান্ত আরও খবরের দিকে নজর থাকবে।
শীতে কাবু উত্তর ভারত
উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে চলছে শৈত্যপ্রবাহ। রাজধানী দিল্লির তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে। রাজস্থানের চুরুতে তাপমাত্রা নেমেছে শূন্যের নীচে। সেখানকার তাপমাত্রা নেমেছে -০.৯ ডিগ্রি সেলসিয়াসে। যা মরসুমের সর্বনিম্ন তাপমাত্রা বলে রেকর্ড করা হয়েছে। উত্তর ভারতের অন্যান্য রাজ্যেও শীতের দাপট অব্যাহত।
বাংলা-উত্তরাখণ্ড রঞ্জি ট্রফির চতুর্থ দিন
আজ বাংলা বনাম উত্তরাখণ্ডের রঞ্জি ট্রফির চতুর্থ দিনের ম্যাচ রয়েছে। সকাল সাড়ে ৯টা থেকে খেলাটি শুরু হবে। নজর থাকবে এই খেলার দিকে।
করোনা পরিস্থিতি
চিনে করোনার দাপট অব্যাহত। সেখানে প্রতি দিন হাজার হাজার মানুষ কোভিড আক্রান্ত হচ্ছেন। চিনের এই অবস্থার প্রভাব ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্যান্য দেশেও। ভারতেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। যদিও তা এখনও নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন জানাচ্ছে। তবে তারই মধ্যে এ রাজ্যে মিলেছে করোনাভাইরাসের ওমিক্রনের নয়া উপরূপ। চার জনের শরীরে বিএফ.৭ উপরূপের হদিস মিলেছে বলেই খবর স্বাস্থ্য দফতর সূত্রে। যদিও এখন তাঁরা করোনা আক্রান্ত নন। সকলেই সুস্থ হয়ে উঠেছেন। আজ এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে ক্ষেপণাস্ত্র যুদ্ধ অব্যাহত। নৌসেনার হাত আরও শক্ত করতে ক্রুজ ক্ষেপণাস্ত্র সজ্জিত নয়া যুদ্ধজাহাজ উপহার দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের বিরুদ্ধে সেনা অভিযানের ঘোষণা করেছিলেন তিনি। তার পর দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনকে মোকাবিলা করতে চাইছে রাশিয়া। দুই দেশের যুদ্ধ পরিস্থিতির দিকে আজ নজর থাকবে।
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্টের তৃতীয় দিন
আজ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্টের তৃতীয় দিনের ম্যাচ। ভোর ৫টা থেকে খেলাটি শুরু হয়েছে। এই খেলার ফলাফলের দিকে নজর থাকবে।
পাকিস্তান-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন
আজ পাকিস্তান ও নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের ম্যাচ। সকাল সাড়ে ১০টা থেকে এই খেলাটি শুরু হবে। নজর থাকবে এই খেলার দিকে।