ছবি পিটিআই।
ইডির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা মেনকার
ইডি এবং অভিবাসন দফতরের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। বুধবার এই মামলায় ইডির কাছে হলফনামা চেয়েছে উচ্চ আদালত। আজ, বৃহস্পতিবার মামলাটির ফের শুনানি রয়েছে কলকাতা হাই কোর্টে। আদালত কী নির্দেশ দেয় সে দিকে নজর থাকবে।
পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা
আজও কলকাতার একাধিক পুজোমণ্ডপ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলের দিকে তিনি একের পর এক মণ্ডপ উদ্বোধন করতে যাবেন।
ভারতীয় ক্রিকেট দলের খবর
বুধবার সিরিজের প্রথম টি২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ী হয়েছে ভারত। পরের খেলাটি রয়েছে আগামী রবিবার। তার আগে দলে কোনও পরিবর্তন হল কি না, প্রস্তুতি-সহ ভারতীয় শিবিরের একাধিক বিষয়ের দিকে আজ নজর থাকবে।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
আবহাওয়া কেমন?
আজ হালকা বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। আবহাওয়া দফতর জানিয়েছে, পুজোর আগে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়। কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি
পুজোর আগে চিন্তা বাড়াচ্ছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৯১২ জন। আক্রান্তের সংখ্যা আরও বেশি বলে মনে করছে চিকিৎসক মহল। আজ এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।