—প্রতীকী চিত্র।
কোভিড পরিস্থিতি
কোভিডের নতুন উপরূপ জেএন.১-এর সন্ধান এখনও কলকাতায় মেলেনি বলেই রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রের খবর। তবে বৃহস্পতিবার এক করোনা আক্রান্ত বৃদ্ধের মৃত্যু হয় এ শহরে। দিল্লিতেও মিলেছে ওমিক্রনের নতুন উপরূপ জেএন.১। যদিও রাজধানীবাসীকে এই উপরূপ নিয়ে আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। রাজধানীতে কোভিডের নয়া উপরূপের হদিস মিলতেই একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে এমস। এখনও পর্যন্ত দেশে ১০৯ জন আক্রান্ত হয়েছেন জেএন.১ উপরূপে। নজর থাকবে কোভিড পরিস্থিতির দিকে।
তাপমাত্রার পূর্বাভাস
বছর শেষ হতে চলল। অথচ, শীতের দেখা নেই বাংলায়। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বেশ কয়েক দিন কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা কমে গিয়েছিল। কোথাও কোথাও ১০ ডিগ্রির ঘরে নেমেছিল পারদ। তবে তাপমাত্রা আবার ঊর্ধ্বমুখী। চেনা শীত বিদায় নিয়েছে কলকাতা থেকে। রাজ্যের অন্য জেলাগুলিতেও ঠান্ডা তেমন নেই। হাওায়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন তাপমাত্রার হেরফের হবে না। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।