—প্রতীকী চিত্র।
রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি
কলকাতায় ডেঙ্গি মোকাবিলায় জরুরি বৈঠক করেছেন পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এবং ডেপুটি মেয়র অতীন ঘোষ। জারি হয়েছে, একগুচ্ছ নির্দেশিকাও। কলকাতার পাশাপাশি, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনার মতো জেলাগুলিতেও উদ্বেগজনক ভাবে ছড়াচ্ছে ডেঙ্গি। আজ নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে।
এশিয়ান গেমস
আজ এশিয়ান গেমসে পদক জয়ের লড়াইয়ে নামছেন বাংলার প্রণতি নায়েক। জিমন্যাস্টিক্সের ভল্টের ফাইনালে উঠেছেন তিনি। গল্ফে নামছেন কলকাতার শিবশঙ্কর প্রসাদ চৌরাসিয়া। রয়েছেন অনির্বাণ লাহিড়ীও। এ ছাড়াও শুটিং, সাঁতার, সাইক্লিং, টেবিল টেনিস, টেনিস, ব্যাডমিন্টনে নামছেন ভারতীয় প্রতিযোগীরা। সোনি স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে সম্প্রচার শুরু ভোর সাড়ে ৬টা থেকে।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
রাজ্যের আবহাওয়া
শরতের আলোয় পুজো পুজো গন্ধ। তবে এখনও পিছু ছাড়েনি বৃষ্টি। সপ্তাহের শেষে উত্তর আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তা পরবর্তী সময়ে নিম্নচাপে পরিণত হতে পারে। যার জেরে আবারও হতে পারে বৃষ্টি। কলকাতার পাশাপাশি, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এই সংক্রান্ত খবরের দিকে আজ নজর থাকবে।