News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ১০

টি২০ বিশ্বকাপে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। শনিবারের আগে কলকাতা ডার্বির প্রস্তুতি। আলিপুর আদালতে হাজিরা পার্থের। ব্যাঙ্কশাল কোর্টে হাজির মানিকের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২২ ০৭:৪০
Share:

পার্থ চট্টোপাধ্যায়। ফাইল চিত্র।

টি২০ বিশ্বকাপে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

Advertisement

টি২০ বিশ্বকাপে আজ, শুক্রবার ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার খেলা রয়েছে। দুপুর দেড়টা থেকে এই খেলাটি শুরু হবে।

কলকাতা ডার্বির প্রস্তুতি

Advertisement

শনিবার রয়েছে কলকাতা ডার্বি। এটিকে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের খেলা। তার আগে আজ দুই শিবিরের প্রস্তুতির দিকে নজর থাকবে।

ঋষি সুনকের শপথ

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনক শপথগ্রহণ করবেন।

আলিপুর আদালতে হাজিরা পার্থের

স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পর পর কয়েক দফায় তাঁর জেলা হেফাজতের মেয়াদ বেড়েছে। আজ আবার পার্থকে আলিপুর আদালতে হাজিরা করানো হবে। আদালত পরবর্তী কী নির্দেশ দেয় সে দিকে নজর থাকবে।

ব্যাঙ্কশাল কোর্টে মানিকের হাজিরা

নিয়োগ দুর্নীতি এবং আর্থিক তছরুপের মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছিল ইডি। সুপ্রিম কোর্ট থেকেই রেহাই মেলেনি। এখন তিনি জেল হেফাজতে রয়েছেন। আজ তাঁকে আদালতে হাজির করানো হবে। আদালত পরবর্তী কী নির্দেশ দেয় সে দিকে নজর থাকবে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আদালতে হাজিরা ‘আমির-ঘনিষ্ঠ’ রুমেনের

মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারণার অভিযোগে গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানের ‘ঘনিষ্ঠ’ রুমেন আগরওয়ালকে গ্রেফতার করে ইডি। এত দিন তিনি ইডি হেফাজতে ছিলেন। আজ তাঁকে আবার আদালতে হাজির করানো হবে। আদালতের পরবর্তী নির্দেশের দিকে নজর থাকবে।

টি২০ বিশ্বকাপে আফগানিস্তান-আয়ারল্যান্ড

আজ টি২০ বিশ্বকাপে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের ম্যাচ রয়েছে। সকাল সাড়ে ৯টা থেকে এই খেলাটি শুরু হবে।

বিশ্বকাপে ভারতীয় দলের খবর

টি২০ বিশ্বকাপে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়ী হয় ভারত। এর পরের খেলা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ওই ম্যাচটি রবিবার রয়েছে। তার আগে ভারতীয় দলের প্রস্তুতি-সহ নানা খবরের দিকে নজর থাকবে।

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি

রাজ্যে ডেঙ্গির দাপট অব্যাহত। স্বস্তির বিষয় হল আক্রান্তের সংখ্যা হাজারের নীচে নেমে গিয়েছে। তবে এতে উদ্বেগ কমছে না। চিকিৎসকেরা মনে করছেন, এ বছরে রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। আজ আক্রান্তের সংখ্যা বাড়ল কি না, সে দিকে নজর থাকবে।

আবহাওয়া কেমন?

আজ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement