শুক্রবার সার্বিক ভাবে রাজ্যে বিসর্জনের শেষ দিন। —প্রতীকী ছবি।
রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল
আজ রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত হবে দুর্গাপুজোর কার্নিভাল। বিকেল চারটে থেকে রেড রোডে শুরু হবে কলকাতার ১০০টির বেশি পুজোর প্রতিমার প্রদর্শনী। হেস্টিংসের দিক থেকে রেড রোডে যাবে ট্যাবলোগুলি। কার্নিভাল শেষে প্রতিমা নিরঞ্জন হবে বলে জানানো হয়েছে প্রশাসন সূত্রে। যাঁরা কার্নিভাল দেখতে আসবেন তাঁদের সুবিধার জন্য সরকারের তরফে বিশেষ বাস চালানো হবে। সঙ্গে চলবে অতিরিক্ত মেট্রোও।
বিসর্জনের শেষ দিন
মঙ্গলবার দশমীর দুপুর থেকে দুর্গা প্রতিমা বিসর্জন শুরু হয়েছিল। আজ সার্বিক ভাবে রাজ্য বিসর্জনের শেষ দিন। সেই সংক্রান্ত খবরে নজর থাকবে।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
বিশ্বকাপে পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা
আজ বিশ্বকাপে ষষ্ঠ ম্যাচ খেলতে নামছে পাকিস্তান। বিপক্ষে দক্ষিণ আফ্রিকা। বাবর আজমের পাকিস্তান এখন পঞ্চম স্থানে রয়েছে। পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট ৪। দক্ষিণ আফ্রিকা পাঁচটি ম্যাচ খেলে চারটিতে জিতেছে। তাদের পয়েন্ট ৮। চেন্নাইয়ে এই ম্যাচ দুপুর ২টো থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টসে।
ইজ়রায়েল-হামাস সংঘর্ষ
সংঘর্ষের ২০তম দিনে গাজ়া ভূখণ্ডে সাঁজোয়া বাহিনী নিয়ে ঢুকে পড়ে ইজ়রায়েল। উত্তর গাজ়ায় বৃহস্পতিবার ভোর রাতেই আক্রমণ চালায় নেতানিয়াহুর বাহিনী। বেশ কিছু লক্ষ্যবস্তুতে বাহিনী আঘাত হেনেছে বলে অভিযোগ। গুঁড়িয়ে দেওয়া হয়েছে ক্ষেপণাস্ত্র লঞ্চিং প্যাড। ইজ়রায়েল-হামাস যুদ্ধে ইতিমধ্যেই দু’পক্ষের প্রায় সাত হাজার মানুষের মৃত্যু হয়েছে। পশ্চিম এশিয়ার এই যুদ্ধ পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে।