News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৬

আনুষ্ঠানিক ভাবে কংগ্রেস সভাপতির দায়িত্ব নেবেন খড়্গে। টি২০ বিশ্বকাপে জোড়া ম্যাচ। নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামার আগে ভারতীয় ক্রিকেট দলের খবর। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২২ ০৭:১০
Share:

কংগ্রেস নেতা মল্লিকার্জুন খড়্গে। ফাইল চিত্র।

কংগ্রেস সভাপতির দায়িত্ব নেবেন খড়্গে

Advertisement

সভাপতি নির্বাচনে শশী তারুরকে হারিয়ে আগেই জয়ী হয়েছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খড়্গে। আজ, বুধবার আনুষ্ঠানিক ভাবে তাঁর দায়িত্ব নেওয়ার কথা। দায়িত্ব নিয়ে প্রথম দিন কী বলেন খড়্গে সে দিকে নজর থাকবে।

টি২০ বিশ্বকাপে জোড়া ম্যাচ

Advertisement

টি২০ বিশ্বকাপে আজ জোড়া ম্যাচ রয়েছে। সকাল সাড়ে ৯টায় ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের খেলা রয়েছে। নিউজিল্যান্ড ও আফগানিস্তানের খেলা শুরু হবে দুপুর দেড়টা থেকে।

ভারতীয় ক্রিকেট দলের খবর

পাকিস্তানকে হারানোর পর এ বার ভারতের সামনে নেদারল্যান্ডস। তুলনামূলক ভাবে বিপক্ষ কিছুটা দুর্বল বলে মনে করছেন রোহিত শর্মারা। তাই এই ম্যাচে কিছু পরিবর্তন দেখা যেতে পারে। সেই মতো চলছে ভারতীয় দলের প্রস্তুতিও। আজ সেই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আবহাওয়া কেমন?

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব কেটে গিয়েছে। এর প্রভাবে হালকা বৃষ্টি হয়েছে বাংলায়। আজ দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও কোথাও ছিঁটেফোঁটা বৃষ্টি হতে পারে।

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি

রাজ্যে ডেঙ্গির দাপট অব্যাহত। আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। চিকিৎসকেরা মনে করছেন, এ বছরে রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। আজ আক্রান্তের সংখ্যা বাড়ল কি না, সে দিকে নজর থাকবে।

সিত্রাংয়ে বাংলাদেশের ক্ষয়ক্ষতি

মঙ্গলবার ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশে। প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির ঘটনা সামনে আসছে। মঙ্গলবার রাত পর্যন্ত সিত্রাংয়ের প্রভাবে বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯। প্রবল ঝড়ে তছনছ রাজধানী ঢাকা শহর। ক্ষয়ক্ষতি সম্পর্কিত বিভিন্ন খবরের দিকে আজ নজর থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement