News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে সাত

আজ মহালয়া। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর মন কি বাত। ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টি২০ ম্যাচ। কী অবস্থায় রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি। পাকিস্তান-ইংল্যান্ড চতুর্থ টি২০। ইরানের হিজাব-বিরোধী আন্দোলন

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২২ ০৭:০৮
Share:

ফাইল চিত্র।

আজ মহালয়া

Advertisement

আজ, রবিবার মহালয়া। ভোর থেকেই তর্পণ শুরু হয়েছে গঙ্গার ঘাটে।

প্রধানমন্ত্রীর মন কি বাত

Advertisement

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মন কি বাত' অনুষ্ঠান রয়েছে। সকাল ১০টা নাগাদ সেটি শুরু হবে।

ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টি২০

আজ ভারত ও অস্ট্রেলিয়ার তৃতীয় টি২০ ম্যাচ রয়েছে। সন্ধ্যা ৭টা নাগাদ খেলাটি শুরু হবে।

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি

গত এক সপ্তাহে রাজ্যে ডেঙ্গিতে সংক্রমিতের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে! আক্রান্তের সংখ্যা প্রতি দিনই বাড়ছে। পুজোর আগে এই সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে সরকারের। আজ সংক্রমণ সংখ্যার দিকে নজর থাকবে।

পাকিস্তান-ইংল্যান্ড চতুর্থ টি২০

আজ পাকিস্তান ও ইংল্যান্ডের চতুর্থ টি২০ ম্যাচ রয়েছে। রাত ৮টা নাগাদ খেলাটি শুরু হবে।

রাজ্যের আবহাওয়া কেমন?

আজ মহালয়ার দিন তেমন বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ইরানের হিজাব-বিরোধী আন্দোলন

হিজাব-বিরোধী আন্দোলন অব্যাহত ইরানে। এর প্রতিবাদে ৮০টি শহরে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। পুলিশের সঙ্গে সংঘর্ষে ৫০ জনের বেশি বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। এই অবস্থায় সেখানকার পরিস্থিতির দিকে নজর থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement