মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।
মন্ত্রিসভার বৈঠক বিধানসভায়
আজ বিকেল সাড়ে ৩টে নাগাদ বিধানসভায় রাজ্য মন্ত্রিসভার বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিধানসভায় মিউজ়িয়ামের উদ্বোধনে মমতা
আজ দুপুর দেড়টা নাগাদ বিধানসভায় একটি মিউজ়িয়ামের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠান বয়কটের কথা জানিয়েছে বিজেপি। দলের কোনও বিধায়কই সেখানে উপস্থিত থাকবেন না বলে জানানো হয়েছে। এ নিয়ে নতুন কোনও বিতর্ক হয় কি না, সে দিকে নজর থাকবে।
বীরভূমের দলীয় বিধায়কদের নিয়ে অভিষেকের বৈঠক
ক্যামাক স্ট্রিটের অফিসে বীরভূমের দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বেলা ৩টে নাগাদ ওই বৈঠক হওয়ার কথা।
বিধানসভার শীতকালীন অধিবেশন
শীতকালীন অধিবেশন শুরু হওয়ার পর থেকেই বার বার উত্তাল হয়েছে রাজ্য বিধানসভা। অভিযোগ-পাল্টা অভিযোগ ঘিরে শাসক-বিরোধী তরজা চলছেই। বৃহস্পতিবারও বিধানসভায় বিরোধীদের নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজর থাকবে শুক্রবারের অধিবেশনের দিকে।
ছবি: শৌভিক দেবনাথ।
সিবিআই আদালতে অনুব্রতের হাজিরা
গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের জেল হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে শুক্রবার। আজই তাঁকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে হাজির করানো হবে। সে দিকে নজর থাকবে।
দিল্লি হাই কোর্টে অনুব্রত-মামলা
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে কি না, সেই সংক্রান্ত একটি মামলার শুনানি আজ রয়েছে দিল্লি হাই কোর্টে। নজর থাকবে এই খবরের দিকে।
ভারত-নিউ জ়িল্যান্ড প্রথম এক দিনের ম্যাচ
নিউ জ়িল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে ভারত। আজ থেকে শুরু হচ্ছে এক দিনের সিরিজ। কী হয়, সে দিকে নজর থাকবে।
হাই কোর্টে শিক্ষা সচিবের হাজিরা
রাজ্য স্কুল শিক্ষা সচিব মণীশ জৈনকে বৃহস্পতিবার হাজিরা দিতে বলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে শিক্ষা সচিব ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন। আজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজিরা দেওয়ার কথা শিক্ষা সচিবের। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।
মিঠুনের রাঢ়বঙ্গ সফর
পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে রাঢ়বঙ্গ সফরে বেরিয়েছেন রাজ্য বিজেপির কোর কমিটির অন্যতম সদস্য মিঠুন চক্রবর্তী। তাঁর এই জেলা সফরের দিকে আজ নজর থাকবে।
বিশ্বকাপ ফুটবল
আজ ফুটবল বিশ্বকাপের চারটি ম্যাচ রয়েছে। বিকেল সাড়ে তিনটেয় প্রথম ম্যাচ— ওয়েলস বনাম ইরান। এর পর কাতার বনাম সেনেগাল, নেদারল্যান্ডস বনাম ইকুয়েডর, ইংল্যান্ড বনাম আমেরিকা খেলা রয়েছে।
শ্রদ্ধা খুনের তদন্ত কোন পথে
শ্রদ্ধা ওয়ালকর হত্যার তদন্তে নতুন নতুন তথ্য উঠে আসছে দিল্লি পুলিশের হাতে। মূল অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই এই খুনের একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে।
রাজ্যের আবহাওয়া কেমন
রাজ্যে ধীরে ধীরে পারদ নামছে। শীতের আগমন ঘটছে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তুরে হাওয়ার প্রভাবে শীত ভাব বজায় থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুই-ই ধীরে ধীরে কমবে।
রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি
রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কমছে না। মোট আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪ দফা নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। হাসপাতালগুলিকে তা মেনে চলতে বলা হয়েছে। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে রাজনৈতিক চাপান-উতোরও শুরু হয়েছে রাজ্য জুড়ে। সব মিলিয়ে ডেঙ্গি সংক্রান্ত খবরের দিকে আজ নজর থাকবে।