News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৫

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি। এশিয়ান গেমসে সোনা পাবেন হরমনপ্রীতরা? প্রজ্ঞান, বিক্রম জাগবে কি? আইএসএলে অভিযান শুরু ইস্টবেঙ্গলের। রাজ্যের আবহাওয়া

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩ ০৭:২৪
Share:

—প্রতীকী ছবি।

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি

Advertisement

ডেঙ্গি সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে বিভিন্ন জেলায়। এত দিন সংক্রমণ সীমাবদ্ধ ছিল মূলত দক্ষিণবঙ্গে। এ বার উত্তরবঙ্গের মালদহেও উদ্বেগ বাড়ছে। দক্ষিণবঙ্গে তিন জেলা উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদের পর হুগলিরও একাধিক এলাকা ‘হটস্পট’ বলে চিহ্নিত হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এবং কলকাতার হাসপাতালগুলির উপর অত্যধিক চাপ না-ফেলতে প্রতি জেলার জন্য এক বা একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ভবন। জরুরি ক্ষেত্রে টেলিফোন বা জ়ুম কলে এঁরা পরামর্শ দেবেন। সোমবারও নজর থাকবে গোটা রাজ্যের ডেঙ্গি পরিস্থিতির দিকে।

রাজ্যের আবহাওয়া

Advertisement

ডেঙ্গির ভয় বাড়িয়ে দিচ্ছে লাগাতার বৃষ্টি। একাধিক জেলায় ভারী বর্ষণের জেরে বাঁধ ভেঙে বিপত্তির ঘটনাও ঘটেছে। রবিবার পুজোর বাজার পণ্ড হয়েছে বহু জায়গায়। সোমবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নজর থাকবে বিভিন্ন জেলার পরিস্থিতির দিকে।

গ্রাফিক: সনৎ সিংহ।

এশিয়ান গেমস: সোনা পাবেন হরমনপ্রীতরা?

এশিয়ান গেমসে আজ সোনা জয়ের লড়াইয়ে নামবে ভারতের মহিলা ক্রিকেট দল। হরমনপ্রীত কৌরের ভারতের সামনে শ্রীলঙ্কা। ফাইনাল ম্যাচ শুরু ভারতীয় সময় বেলা ১১:৩০ থেকে। জিমন্যাস্টিক্সে নামছেন বাংলার প্রণতি নায়েক। তাঁর যোগ্যতা অর্জন পর্ব সকাল ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টসে। রয়েছে অন্যান্য ইভেন্টও।

আইএসএলে অভিযান শুরু ইস্টবেঙ্গলের

আইএসএলে সোমবার অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে তাদের সামনে জামশেদপুর। যুবভারতীতে খেলা শুরু রাত ৮টা থেকে। সরাসরি সম্প্রচার স্পোর্টস ১৮ চ্যানেলে।

প্রজ্ঞান, বিক্রম জাগবে কি?

চাঁদে সূর্য উঠলেও এখনও ঘুম ভাঙানো যায়নি প্রজ্ঞান, বিক্রমের। চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইসরোর বিজ্ঞানীরা। কিন্তু এখনও কোনও সাড়া মেলেনি। তৃতীয় চন্দ্রযানের রোভার এবং ল্যান্ডার আদৌ ‘জীবিত’ রয়েছে কি? কয়েক দিনের মধ্যেই তা স্পষ্ট হয়ে যাবে। চাঁদের পিঠে তার জন্য নজর থাকবে সোমবারও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement