News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৭

বজবজ বিস্ফোরণ নিয়ে বিতর্ক ও তদন্ত। নবান্নে মমতা-কেজরীওয়ালের বৈঠক। বাঁকুড়ায় অভিষেকের ‘জনসংযোগ যাত্রা’। এগরায় শুভেন্দুর মিছিল। আইপিএলে গুজরাত বনাম চেন্নাইয়ের খেলা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০২৩ ০৭:২৮
Share:

বাঁকুড়ায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জনসংযোগ যাত্রা’ রয়েছে। প্রতীকী ছবি।

বজবজ বিস্ফোরণ নিয়ে বিতর্ক ও তদন্ত

Advertisement

এগরার ঘটনার পরেই কলকাতার অদূরে বজবজের একটি বাড়িতে বাজি বিস্ফোরণকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, রবিবারের ওই বিস্ফোরণে এক বালিকা-সহ তিন মহিলা মারা গিয়েছেন। ওই ঘটনার পরেই ব্যাপক তল্লাশি ও ধরপাকড় শুরু করে পুলিশ। রাস্তার দু’ধারে সারি সারি দোকান থেকে কাঁড়ি কাঁড়ি বাজি ও বাজির মশলা বাজেয়াপ্ত করা হয়। রবিবার গভীর রাত পর্যন্ত গ্রেফতার হন ১৫ জন। সোমবার মোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ, মঙ্গলবার নজর থাকবে এই বিতর্ক এবং তদন্তের গতিপ্রকৃতির দিকে।

নবান্নে মমতা-কেজরীওয়ালের বৈঠক

Advertisement

আজ নবান্নে আসছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। সেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। বিকেল সাড়ে ৩টে নাগাদ তাঁরা যৌথ সাংবাদিক বৈঠকও করবেন বলে জানা গিয়েছে। আজ নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে।

বাঁকুড়ায় অভিষেকের ‘জনসংযোগ যাত্রা’

আজ বাঁকুড়ায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জনসংযোগ যাত্রা’ রয়েছে। বিকেল ৩টে থেকে এই কর্মসূচি শুরু হবে। নজর থাকবে এই খবরের দিকে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

এগরায় শুভেন্দুর মিছিল

আজ পূর্ব মেদিনীপুরের এগরায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিল রয়েছে। বিকেল ৩টে নাগাদ তাঁর এই কর্মসূচিটি শুরু হওয়ার কথা।

রাজ্যের আবহাওয়া

বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ শহরের আকাশ মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। এই অবস্থায় আজ নজর থাকবে আবহাওয়া সংক্রান্ত খবরের দিকে।

টেট এবং এসএসসি নিয়োগ তদন্ত

টেট এবং এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত জারি রেখেছে সিবিআই এবং ইডি। তদন্তে প্রতি দিনই নতুন নতুন তথ্য উঠে আসছে। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের পাশাপাশি বেশ কয়েক জায়গায় তল্লাশি চালায় ইডি। এই অবস্থায় আজ তদন্তের অগ্রগতির দিকে নজর থাকবে।

আইপিএল প্লে-অফ: প্রথম কোয়ালিফায়ার

আজ আইপিএলে প্লে-অফের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে গুজরাত বনাম চেন্নাইয়ের খেলা। নজর থাকবে এই খেলার দিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement