News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৬

প্রাথমিক টেটের ইন্টারভিউয়ের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। কী অবস্থায় টেট পাশ ও প্রশিক্ষণপ্রাপ্তদের আন্দোলনের পরিস্থিতি। কোন অবস্থায় নিম্নচাপ?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২২ ০৭:৩৪
Share:

পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ এক আন্দোলনকারী। নিজস্ব চিত্র।

প্রাইমারি টেটের ইন্টারভিউয়ের রেজিস্ট্রেশন শুরু

Advertisement

এর আগে পরীক্ষার ফল বেরিয়েছে। গত ২৯ সেপ্টেম্বর ইন্টারভিউয়ের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজ, শুক্রবার সেই ইন্টারভিউয়ের রেজিস্ট্রেশন শুরু হবে। পর্ষদের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন উত্তীর্ণরা।

টেট পাশ ও প্রশিক্ষণপ্রাপ্তদের আন্দোলনের পরিস্থিতি

Advertisement

পঞ্চম দিনের মাথায় গভীর রাতে সল্টলেকে টেট পাশ ও প্রশিক্ষণপ্রাপ্তদের আন্দোলন তুলে দেয় পুলিশ। পুলিশ আন্দোলনকারীদের বাসে করে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এই ঘটনায় প্রতিবাদের ডাক দিয়েছে বামেরা। অন্য দিকে, বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছেন আন্দোলনকারীরা। রাতেই তাঁদের মামলা দায়েরের অনুমতি দেন হাই কোর্টের প্রধান বিচারপতি। সব মিলিয়ে আজ এই সংক্রান্ত বিভিন্ন খবরের দিকে নজর থাকবে।

নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যার জেরে কালীপুজোতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের শুরুতে নিম্নচাপ ও ঘূর্ণিঝড় দেখা যেতে পারে রাজ্যে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ও ২৫ অক্টোবর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও হবে ভারী বৃষ্টি। ওই ২ দিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কয়েকটি অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুরের বেশ কিছু এলাকাতেও। বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

টি২০ বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের খেলা

আজ টি২০ বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের দু’টি খেলা রয়েছে। প্রথমটি সকাল সাড়ে ৯টায় ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের মধ্যে। অন্যটি খেলাটি স্কটল্যান্ড এবং জিম্বাবোয়ের মধ্যে দুপুর দেড়টা থেকে।

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি

রাজ্যে প্রতি দিনই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে যাচ্ছে। মোট আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের কাছাকাছি। বুধবার ডেঙ্গি আক্রান্ত হয়ে এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। কলকাতা-সহ রাজ্যের প্রায় সব জেলায় কমবেশি ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলেছে। এই অবস্থায় প্রশাসন একাধিক পদক্ষেপ করেছে। জেলায় জেলায় চলছে সচেতনতামূলক কর্মসূচি।

গার্ডেনরিচের আমির খানের আদালতে হাজিরা

বাড়ি বাড়ি কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল। মোবাইল গেমিং অ্যাপ প্রতারণাকাণ্ডে মূল অভিযুক্ত গার্ডেনরিচের আমির খানকে গ্রেফতার করে ইডি। আজ তাঁকে আদালতে হাজিরা করানো হবে। আদালতের পরবর্তী নির্দেশের দিকে নজর থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement