News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৪

বার্সেলোনা থেকে দুবাই যাবেন মমতা। সংসদে অধিবেশনের তৃতীয় দিন। এশিয়ান গেমস। রাজ্যের আবহাওয়া।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩ ০৭:০৫
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

বার্সেলোনা থেকে দুবাই যাবেন মমতা

Advertisement

আজ স্পেনের বার্সেলোনা থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাদ্রিদ এবং বার্সেলোনার মতো দুবাইয়েও বাণিজ্য বৈঠক রয়েছে তাঁর। লগ্নি আনার লক্ষ্যেই মুখ্যমন্ত্রীর এই সফর। আজ নজর থাকবে এই খবরে।

সংসদে বিশেষ অধিবেশনের তৃতীয় দিন

Advertisement

সংসদের পাঁচ দিনের বিশেষ অধিবেশনের তৃতীয় দিন আজ। বিতর্ক হতে পারে মহিলা সংরক্ষণ বিল নিয়ে। লোকসভায় মঙ্গলবার পেশ হয়েছে মহিলাদের জন্য লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে ৩৩ শতাংশ আসন সংরক্ষণের ওই বিল। এ ছাড়া আরও কয়েকটি বিল পেশের সম্ভাবনা।

গ্রাফিক: সনৎ সিংহ।

এশিয়ান গেমস

আজ এশিয়ান গেমসের দ্বিতীয় দিন। একগুচ্ছ ইভেন্ট রয়েছে ভারতীয়দের। শুরু ভোর ৬:৩০ থেকে। সোনি স্পোর্টসে সরাসরি সম্প্রচার।

রাজ্যের আবহাওয়া

আগামী তিন দিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। শুক্রবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টি শুরু হতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায়। বৃহস্পতিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বর্ষণে ভিজতে পারে উত্তরবঙ্গও। নিম্নচাপ এবং নিম্নচাপ অক্ষরেখার যুগলবন্দিতেই এই বৃষ্টির সম্ভাবনা। আজ নজরে থাকবে রাজ্যের আবহাওয়ার খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement